দুর্গাপুর, ২৬ ফেব্রুয়ারী : পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শিল্পাঞ্চল এলাকার বেশ কিছু জায়গা থেকে টোটো চুরির অভিযোগ আসে। সেই ঘটনার তদন্তে নেমে কাঁকসা থানার পুলিশ ছটি টোটো উদ্ধার করে এর সাথে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। কাঁকসা কলোনি এলাকা থেকে শম্ভু বনিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাতেই বেরিয়ে আসে সব সত্য ।
সোমবার শম্ভু বনিক কে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় এবং তাকে পুলিশে হেফাজতের আবেদন জানিয়েছে কাঁকসা থানার পুলিশ। এই টোটো চুরি চক্রের সাথে জড়িত আরও কারা কারা তাদের খোঁজ পেতে চাইছে পুলিশ।দুর্গাপুরের ৫৪ ফুট এলাকাতেও টোটো চুরির সাথে যুক্ত এক ব্যক্তির বাড়ি বলে জানা গেছে। তার খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিস।।