দুর্গাপুর, ১৬ এপ্রিল : এতদিন দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়ার বিরুদ্ধে নিখোঁজ পোস্টার পড়েছিল। এবার আসানসোল লোকসভা কেন্দ্রে এসএস আলুওয়ালিয়ার বিরুদ্ধে এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা আসানসোলের বিদায়ী সংসদ শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে এবার অন্ডাল ও ফরিদপুর ব্লকে নিখোঁজ পোস্টার দেওয়া হল। যদিও পোস্টারে লেখা বিজেপি পরিবারের পক্ষ থেকে এই পোষ্টার দেওয়া হয়েছে। কিন্তু বিজেপি নেতাদের দাবি বিজেপি এসব কাজ করেনি।
শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব চলছে তা ঢাকতেই বিজেপির নামে চাপিয়ে দেওয়া হয়েছে এই পোস্টার। আসানসোল জেলা বিজেপির নেতা শ্রীদীপ চক্রবর্তী এবং সরোজ মন্ডল একযোগে জানান, “”গত দুবছর শত্রুঘ্ন সিনহা সাংসদ হয়ে একটি বারের জন্য মানুষের দরবারে আসেননি। এক মাস হল তার নাম তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তারপরেও এলাকায় তাকে দেখতে পাননি মানুষ। তাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে শুধু বিজেপির নাম দিয়ে চালানো হয়েছে। “”সরোজ মন্ডলের দাবী, “”অন্ডালের ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক চুরি হচ্ছে। তৃণমূলের এক গোষ্ঠী চুরি করছে, আর এক গোষ্ঠী আঙুল চুষছে। তাই তাদের লড়াই লেগেছে। বিজেপির নামে চালানো হচ্ছে। “”শুধু অন্ডাল ব্লকে নয়, আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকেও এই ধরনের পোস্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায়ের অভিযোগ, “”ভারতীয় জনতা পার্টির কাছে এই নির্বাচনে কোন ইস্যু নেই। তারা তাদের অবধারিত পরাজয় বুঝে গেছেন। শত্রুঘ্ন সিনহা গতকাল এসেছিলেন আমাদের ব্লকে। জনসভা করে গিয়েছেন। তিনি মানুষের জন্য কাজ করছেন। তাই বিজেপি ভয় পেয়ে এসব করছেন। এস এস আলুওয়ালিয়ার বিরুদ্ধে এই ধরনের পোস্টার বহুবার পড়েছে দুর্গাপুরে। তাই মানুষের নজর ঘোরাতে বিজেপির এই ঘৃণ্য চক্রান্ত। “”অন্ডাল এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকে বিহারী বাবুর বিরুদ্ধে নিখোঁজ পোস্টার কে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।