বিজেপি সাংসদ রামমন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠার আজে দুর্গাপুরের সুপ্রাচীন মন্দির নিজে হাতে পরিচ্ছন্ন করে পুজাপাঠ করলেন

বিজেপি সাংসদ রামমন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠার আজে দুর্গাপুরের সুপ্রাচীন মন্দির নিজে হাতে পরিচ্ছন্ন করে পুজাপাঠ করলেন

দুর্গাপুর, ২০ জানুয়ারি : শুক্রতে বৈদিক রীতি মেনে প্রতিষ্ঠা হয়েছে রামের মূর্তি আর সোমে ঘরের ছেলে রূপে রামের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে অযোধ্যার রামলালার মন্দিরে। শঙ্খ ও উলুধ্বনি আর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বাড়ি থেকেই রামলালার প্রাণ প্রতিষ্ঠাতে অংশ নেওয়ার আহ্বান জানালেন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।শনিবার সকালে ঝাঁটা হাতে কাঁকসার সুপ্রাচীন রাঢ়েশ্বর শিব মন্দির সাফাই করে বর্ধমান- দুর্গাপুরের বিজেপি সংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের মন্দির সাফাইয়ের কর্মসূচি নেওয়া হয়েছে। তিনিও এই মন্দির সাফাই করেন এবং পুজো দিলেন। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের উপস্থিতি থাকবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন। সেদিন পুরুষোত্তম রামের পুজোতে অংশ নিয়ে সাক্ষী থাকবে সারা দেশের মানুষ। তৈরি হবে এক নতুন ইতিহাস।বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া মুঘল শাসক বাবরের প্রসঙ্গ টেনে তোলেন। অযোধ্যাতে যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা লাভ করল সেই জায়গায় বাবর বলপূর্বক মসজিদের নির্মাণ করেছিলেন এমন কথা ফের তুলে ধরলেন বিজেপি সাংসদ। দেশের সমস্ত মন্দিরে প্রদীপ জ্বালানো হবে দুর্গাপুরেও বিভিন্ন মন্দিরে অন্ততপক্ষে পাঁচটি করে প্রদীপ জালানোর আহ্বান জানালেন দীর্ঘদিনের এই সংসদ। এরপরে বিজেপি সাংসদ একই কর্মসূচি গ্রহণ করেন দুর্গাপুরের সগড়ভাঙ্গায় হনুমান মন্দিরে। দুটি মন্দিরে উপস্থিত সকলকে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানালেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *