বিজেপির কোনও নেতা-নেত্রী শিখ আইপিএস অফিসারকে এইধরনের মন্তব্য করেনি বলে জানালেন এস এস আলুহওয়ালিয়া

দুর্গাপুর, ২১ ফেব্রুয়ারী : সন্দেশখালিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালদের ঢুকতে বাধা দেওয়া হয়।তারপরে সেখানে কর্তব্যরত শিখ সম্প্রদায়ের আইপিএস অফিসার যশপ্রীত সিং কে “” খালিস্থানি””বলা হয় বলে অভিযোগ। এই মর্মে আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং যেহেতু শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে উপস্থিত থেকেও প্রতিবাদ করেননি তাই তার বিরুদ্ধেও প্রতিবাদের সামিল এই রাজ্যের শিখ সম্প্রদায় মুক্ত মানুষের একটা বড় অংশ। বুধবার দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কের পিয়ালা কালী মন্দিরের সামনে অবরোধে নামেন শিখ সম্প্রদায় ভুক্ত মানুষেরা। বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। রাস্তায় টায়ার জ্বালিয়ে, শুভেন্দু অধিকারীর ছবিতে লাথি মেরে প্রতিবাদ করতে দেখা যায়। কিন্তু এত ঘটনার পরেও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুহওয়ালিয়া বিজেপির কোন নেতা নেত্রী এই ধরনের মন্তব্য করেছেন তা মানতে নারাজ। তিনি তার নিজের বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, “”এটা তৃণমূলের ষড়যন্ত্র। সন্দেশখালীর ঘটনা চাপা দিতে গিয়ে এই ঘটনাকে প্রকাশ্যে আনা হচ্ছে। শিখ সম্প্রদায়ের মানুষদেরকে ভুলবার্তা পৌঁছানো হয়েছে। শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল মানুষের অধিকারের জন্য লড়াই করতে গেছেন, মা বোনেদের সম্মানের জন্য তারা লড়ছেন। তাই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। “”আলুহওয়ালিয়ার বিরুদ্ধেও সরব হতে দেখা যায় দুর্গাপুরে আন্দোলনরত শিখ সম্প্রদায়ের মানুষকে। শিখ সম্প্রদায়ের কেন্দ্রীয় কমিটির নেতা তেজেন্দর সিং বলেন,”এস এস আলুহওয়ালিয়া এই ঘটনার পর একটুও নিন্দা করেননি। “”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *