দুর্গাপুর, ২৪ মার্চ: তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৮৩ বিশ্বকাপ ক্রিকেট জয়ী দলের সদস্য কীর্তি আজাদের ঝোড়ো ব্যাটিং থামাতে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী করা হলো “”ডাকাবুকো”” দিলীপ ঘোষ কে। সংঘের অন্যতম প্রধান নেতা দিলীপ ঘোষ এর আগে রাজ্যের সভাপতির দায়িত্ব সামলেছেন অত্যন্ত সফলভাবেই। এর আগে তিনি মেদিনীপুর থেকে প্রতিদ্বন্দিতা করেছিলেন। মেদিনীপুরের সন্তান সেখানে জয় পেয়েছিলেন। কিন্তু তারপরেও তাকে সেই আসনের প্রার্থী না করে করা হলো বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। এই আসনের জন্য বেশ কয়েকদিন ধরেই বিজেপির কে প্রার্থী হবেন তা নিয়ে জোর জল্পনা চলছিল। কখনও উঠে আসে অগ্নিমিত্রা পালের নাম, কখনো আবার অভিনেতা রুদ্রনীল ঘোষ চর্চায় চলে আসেন। এই আসনে গতবার জয়লাভ করেছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া।কিন্তু শেষমেষ বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি তাদের জয় ধরে রাখতে বেছে নিলেন “”ডাকাবুকো”” দিলীপ ঘোষ কে । অগ্নিমিত্রা পালকে মেদিনীপুর আসনের প্রার্থী করা হয়।তবে প্রথম দিকে গেরুয়া শিবির সূত্রে শোনা গিয়েছিল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে রাজি হননি দিলীপ ঘোষ। মেদিনীপুরের মাটির ছেলে তার নিজের জেলাতেই প্রার্থী হতে চেয়েছিলেন। তবে দিলীপ ঘোষ প্রার্থী হওয়ার পর রাজনৈতিক মহল বলছে লড়াই হবে সেয়ানে সেয়ানে। বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের লড়াই জমজমাট হয়ে উঠল।
একদিকে শিল্প অন্যদিকে কৃষি সমৃদ্ধ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাধারণ ভোটার কীর্তি আজাদ নাকি দিলীপ ঘোষ কাকে বেছে নেন? প্রচারে কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে পারেন? সেটা যেমন দেখার পাশাপাশি এখানে সিপিআইএম প্রার্থী ড: সুকৃতি ঘোষাল বড় ফ্যাক্টর হতে চলেছে। কারণ গতবার দেখা গিয়েছিল দুর্গাপুর থেকে ৭৬ হাজার ভোটে লিড নিয়ে বিজেপির সুরেন্দর সিং আলুওয়ালিয়া জয় লাভ করেছিলেন। দুর্গাপুরে কি বিজেপি এবার সেই লিড ধরে রাখতে পারবে? “বামেদের ভোট কি এবারেও রামের পক্ষেই যাবে?””বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র অনেক অংকের মধ্য দিয়ে কে শেষ পর্যন্ত বিজয়ীর হাসি হাসবে তা বলবে সময়।।