প্রবীনরা সাবধান ! এটিএম কাউন্টারে কারো সাহায্য নিলেই আপনার আ্যকাউন্ট ফাঁকা

দুর্গাপুর, ২২ জুলাই: সাবধান! বর্ষাকালে বাইরে বৃষ্টির সুযোগ নিয়ে ফাঁকা এটিএম কাউন্টারে দাঁড়িয়ে থেকে আপনাকে ঢোকার সুযোগ করে দেবে।আপনি ভেতরে ঢুকে এটিএম কার্ড মেশিনে ঢোকাতে গিয়ে সমস্যায় পড়বেন আর সেই সুযোগ নিয়ে ভেতরে থাকা ওই ব্যাক্তি আপনাকে সাহায্যের বামে নিমেষে বদলে নেবে আপনার এটিএম কার্ড।এরপর আপনি এটিএম কাউন্টার থেকে দূরে যেতেই দেখবেন আপনার আ্যকাউন্ট থেকে গায়েব টাকা।সোমবার সকালে দুর্গাপুরের ভিড়িঙ্গিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কার্ড নিয়ে ভিড়িঙ্গির একটি বেসরকারি ব্যাংকের এটিএমে যান টাকা তুলতে। প্রত্যেক বারের মতো এবারও এটিএম কার্ড মেশিনে ঢুকিয়েছিলেন।

পিন নাম্বারও দিয়েছিলেন। হঠাৎ আটকে গেল কার্ডটি। এটিএমের ভেতরেই দাঁড়িয়ে ছিল এক যুবক। ওই যুবকের হাতে সাপোর্ট দেওয়া একটা ব্যাগও ছিল। কোন নিরাপত্তারক্ষী না থাকায় সেই যুবক ওই পৌঢ়কে বলেন কার্ডটি বের করতে আমি সাহায্য করছি। সেটাই ছিল প্রতারণার ফাঁদ। সেই ফাঁদে পা দিতেই পৌঢ় নবীন কুমার সিংহকে এটিএম কার্ড বেরিয়ে গেছে বলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একটি এটিএম কার্ডও দেন নবীন বাবুকে। নবীনবাবু নিজের কার্ড ভেবেই এটিএম থেকে বেরিয়ে বাড়ি চলে যান। বাড়ি ফিরে দেখেন একের পর এক মেসেজ ঢুকতে শুরু করেছে মোবাইলে। সেই মেসেজ দেখেই বোঝেন ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেওয়া হয়েছে। দফায় দফায় তোলা এবং কাটা হয়েছে ১লক্ষ দশ হাজার টাকা। সেই টাকা শুধু এটিএম থেকেই নয় কয়েকজনকে টাকা ট্রান্সফারও করা হয়েছে আবার একটি শপিং মলে জিনিসও কেনা হয়েছে।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *