পুলকারের ধাক্কা মহিষকে,আহত ৪ জন ছাত্রী,মাথা ফাটল এক ছাত্রীর

দুর্গাপুর, ১৯ জুন: দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত ফুলঝোড় এলাকার একটি বেসরকারি বালিকা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ৯ জন ছোট ছোট ছাত্রী একটি পুলকারে করে স্কুল ছুটির পর বাড়ি যাচ্ছিল। দ্রুত গতিতে পুলকারটি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল সেই সময় রাস্তার পাশ থেকে দৌড়ে একটি মহিষ গাড়িটির সামনে এসে পড়লে পুলকারটি সজোরে ধাক্কা মারে মহিষটিকে। প্রত্যক্ষদর্শীদের কথায় পুলকারটি এত জেরে ছিল যে, দুর্ঘটনার জেরে মহিষটি রাস্তার একপাশে ছিটকে পড়ে এবং পুল কারটি রাস্তার অন্যপাশে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঝোপ ঝাড়ে ঢুকে যায়। দুর্ঘটনার জেরে মারুতি ওমনি এই গাড়িটির সামনের কাচ ভেঙে যায়। এর জেরে সামনে থাকা এক ছাত্রীর মাথায় জোরালো আঘাত লাগে।

তার মাথা ফেটে যায়।সামনে থাকা আরো এক ছাত্রীর মাথায় ও বুকে আঘাত লেগেছে। এবং গাড়ির পিছনে থাকা আরো দুজন ছাত্রীর অল্প বিস্তার চোট লাগে। প্রত্যক্ষদর্শীদের কথায় পুল কারটিতে মোট ৯ জনের মত ছাত্রী ছিল। গাড়ি চালক দ্রুত অভিভাবকদের ফোন করে বিষয়টি জানান। ঘটনাস্থলে তড়িঘড়ি আসে নিউ টাউনশিপ থানার পুলিশ। অভিভাবকরা ঘটনাস্থলে এসে এই ধরনের পুলকার বন্ধ হওয়ার পক্ষে সওয়াল করেন। তারা বলেন স্কুল বাসে যাতায়াত করা অনেকটা নিরাপদ। উল্লেখ্য এই ধরনের মারুতি ওমনি গাড়ি গুলি দীর্ঘকালের পুরানো। এছাড়াও টাটা ম্যাজিক সহ অন্যান্য যে গাড়িগুলি পুলকার হিসেবে ব্যবহার করা হয় সেই গাড়িগুলির ফিজিক্যাল ফিটনেস নিয়ে অনেক প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে বারবার। কিন্তু তারপরেও হেলদোল নেই প্রশাসনের। অভিভাবকরাও এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখেন না বলেই অভিযোগ। তবে আজকের যে দুর্ঘটনা ঘটলো তারও মারাত্মক আকার ধারণ করতে পারত এমনটাও অভিমত প্রত্যক্ষদর্শীদের।। মাথায় যাদের আঘাত লেগেছে তাদেরকে পাঠানো হয় হাসপাতালে।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *