দুর্গাপুর, ৩ এপ্রিল : পান্ডবেশ্বরের রামনগর গ্রাম থেকে গত ফেব্রুয়ারী মাসে চুরি যাওয়া মোটরবাইক উদ্ধারসহ বীরভূমের কাঁকরতলা থানা এলাকা থেকে গ্রেপ্তার এক দুষ্কৃতি।গত মার্চ মাসে রামনগর এলাকার এক ব্যাক্তি আনয় সিটের বাড়ির সামনে থেকে একটি মোটরবাইক চাবি ভেঙে চম্পট দেয় দুষ্কৃতিরা।এরপরে পান্ডবেশ্বর থানায় একটি লিখিত অভিযোগে দায়ের হয় এবং তার তদন্তে নেমে পুলিশ চলতি মাসের ২ তারিখে বীরভূমের কাঁকড়তলা থানা এলাকা থেকে সেখ ইসমাইল নামের একজনকে গ্রেপ্তার করে। তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতেই বেরিয়ে আসে এই মোটরবাইক চুরির ঘটনা।ইসমাইল কে নিয়ে পুলিশ কাঁকড়তলা থানা এলাকায় অভিযান চালিয়ে ওই চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করে।
উল্লেখ্য দুর্গাপুর মহকুমার বিভিন্ন থানা এলাকায় সাম্প্রতিককালে আবার মোটরবাইক চুরির ঘটনা বেড়েছে। বিভিন্ন থানার পুলিশ একযোগে তার তদন্ত শুরু করেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডবেশ্বর থানার পুলিশের এই সাফল্যে খুশি অনেকেই। তবে আমজনতার আবেদন পুলিশের কাছে এই মোটর বাইক চুরি চক্রের যারা ধরা পড়ছে তাদের কঠিনতম শাস্তি হোক। কারণ এরা ধরা পড়ার পর কিছুদিন সংশোধনাগারে কাটিয়ে এসে ফের আবার সেই একই অপরাধ সংগঠিত করছে।