দুর্গাপুর, ২১ ফেব্রুয়ারী : সন্দেশখালিতে কর্তব্যরত শিখ সম্প্রদায়ভুক্ত আইপিএস অফিসারকে ‘খলিস্থানি’ মন্তব্য! বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তুলে তোলপাড় রাজ্য রাজনীতি। ধর্মে আঘাত করছে বিজেপি এই অভিযোগ তুলে দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে শিখ ধর্মের মানুষরা। হর এই আন্দোলনকে সমর্থন করলেন তৃণমূল নেতৃত্ব। ১০ মিনিট ধরে চলে অবরোধ।দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, এই অভিযোগ তুলে জাতীয় সড়কের টায়ার জ্বালিয়ে এবং শুভেন্দু অধিকারীর ছবি জ্বালিয়ে তুমুল বিক্ষোভ শুরু করে দেন।
গুরুদুয়ারার সেন্ট্রাল কমিটির সভাপতি তেজেন্দর সিং অভিযোগ তোলেন, “সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ। তখনই কর্তব্যরত শিখ আইপিএস অফিসার যশপ্রীত সিংকে খালিস্থানি বলে বিজেপি নেতৃত্ব বলে অভিযোগ। এই ঘটনার সাথে অগ্নিমিত্রা পাল এবং শুভেন্দু অধিকারী যুক্ত বলেও অভিযোগ তোলেন। শিখ ধর্মের মানুষ হয়েও চুপ করে আছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলেও অভিযোগ তোলেন।
“”শেখ সম্প্রদায় ভুক্ত এই আইপিএস অফিসার কে খালিস্থানি বলার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শিখ সম্প্রদায়ভুক্ত মানুষেরা আন্দোলনের নেমে পড়েছেন। তেজেন্দর সিং দাবি করেন, “” অবিলম্বে আই পি সি ২৯৫ (এ )ধারায় যা যা বলা আছে অগ্নিমিত্রা পাল এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শাস্তিমূলক সেই সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। “”যদিও এই আন্দোলনে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি শোনা গেল। তৃণমূল কংগ্রেসের বহু কর্মীকেও এই আন্দোলনে দেখা গেল।যা নিয়ে এই আন্দোলন কাদের দ্বারা পরিচালিত?