বিষ্ণুপুর: ২৫ মে: বড়জোড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখোপাধ্যায় বড়জোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬২ নম্বর বুথে নিজের ভোট দান কেন্দ্রে ভোট দিতে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকে আটকে দিয়ে লাইনে দাঁড়াতে বলেন। এরপরে তার মোবাইলগুলি বাইরে রাখতে বলেন। এতেই ব্যাপক চটেন বড়জোড়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখোপাধ্যায়।
এরপরেই তিনি সংবাদমাধ্যমের সামনে নিজের ক্ষোভ প্রকাশ করেন। সরাসরি তিনি বলেন “”কেন্দ্রীয় বাহিনী অমিত শাহর কথামত এবং নির্বাচন কমিশন নরেন্দ্র মোদী বাবুর কথায় কাজ করছে। প্রবীন নাগরিকদের এবং অসুস্থদের জন্য আলাদা ভোটদানের ব্যবস্থা করা হয়নি। মোদি এবং অমিত শাহ কুক্ষিগত করে রেখেছে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকে। মোদি যেটা বলবেন নির্বাচন কমিশনার তাই করবেন। আর এই যে বিএসএফ, সি আর পি এফ এরা হচ্ছে অমিত শাহের কুক্ষিগত লোক। যাতে করে মমতার সরকার আসতে না পারে তাই এরা অতি সক্রিয়তা দেখাতে বাধ্য হবেন। “”