
দুর্গাপুর,৯ মে: দীর্ঘ প্রায় ১৬ ঘণ্টার নাটক শেষ হল।দুর্গাপুরের ২৪ ও ২৬ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী মামলা বাজার সুকান্ত পল্লীতে বিজেপির আসানসোল জেলার সহ-সভানেত্রী মনীষা শিকদারের ম্যারেজ হল এর সামনে পরিত্যক্ত ব্যাগ থেকে বম্ব স্কোয়াড বের করল কতগুলো ছেঁড়া কাপড়। হাসির রোল উঠলো গোটা এলাকায়। গতকাল সন্ধ্যা সাতটা থেকে টানটান উত্তেজনা, টলিউডের কোন সিনেমার চিত্রনাট্যকেও হার মানিয়ে এই পরিতক্ত ব্যাগকে ঘিরে রাজনৈতিক রহস্য দানা বেঁধেছিল। ভোটের প্রায় একশ ঘন্টা আগে যেহেতু বিজেপির জেলার পদাধিকারী এই নেত্রীর ম্যারেজ হলের সামনে পরিত্যক্ত ব্যাগ, আর তাতে কি থাকতে পারে? এমন জল্পনায় মুহূর্তের মধ্যে রাজনৈতিক উত্তেজনা দেখা দেয় গোটা এলাকায়।
২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বিদায়ী পৌরমাতা লাভলী রায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোটের আগে বিজেপি নেত্রী মনিষা শিকদারের ম্যারেজ হলে সামনে পরিত্যক্ত ব্যাগে বোমা রাখা আছে বলে অভিযোগ তুলে এক প্রস্থ বিক্ষোভ দেখান। মনীষা শিকদারের অভিযোগ, “”এই ব্যাগ দেখে আমিই প্রথমে পুলিশকে জানায়।আমার ম্যারেজ হল ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। সেই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝি। তিনি ঘটনাস্থলে একবারের জন্য না এলেও পাশের ২৪ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর লাভলী রায় এখানে এসে একটা অশান্তির পরিবেশ তৈরি করতে চেষ্টা করে। ষড়যন্ত্র করে ব্যাগটি রাখা হয়েছিল। আমি যেহেতু জেলার পদাধিকারী বিজেপি নেত্রী তাই আমাকে কলঙ্কিত করার অপপ্রচেষ্টা চালানো হয়েছিল। “”
বুধবার সন্ধ্যা সাতটা থেকে সারারাত নিউ টাউনশিপ থানার পুলিশ গোটা এলাকা ঘিরে রাখে। শেষমেষ বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ বম্ব স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে এসে এই ব্যাগ থেকে কতগুলি ছেঁড়া কাপড় বের করেন। তার আগে পর্যন্ত হাড় হিম করা রহস্য এই ব্যাগকে ঘিরে। প্রায় ১৬ ঘণ্টার নাটকের যবনিকা হয় হাস্য রসাত্মক ভঙ্গিমায়। বলা যায় এক প্রস্থ সিরিও কমেডি নাটক দেখল দুর্গাপুর। কাল সন্ধ্যা থেকেই জোর জল্পনা ওই ব্যাগে কি থাকতে পারে তাকে ঘিরে। কেউ বলছিলেন ভোটের আগে এই ব্যাগে টাকা আছে, কারো কারো আওয়াজে উঠে এলো বোমা থাকতে পারে এমন তত্ত্বের কথাও। কিন্তু সবাইকে ভোটের আগে এই সিরিয়াস পরিস্থিতিতে একটুখানি হাসির খোরাক যুগিয়ে গেল ওই পরিত্যক্ত ব্যাগখানি। ঝুলি খুলতেই বেরিয়ে এলো কতগুলো ছেঁড়া কাপড়। আপাতত এই ব্যাগাতঙ্কের “মধুরেণ সমাপয়েৎ”” ঘটল।