নরেন্দ্রনাথ চক্রবর্তীর আজ অস্ত্রপচার,দ্রুত আরোগ্য কামনায় মহাযজ্ঞের আয়োজন

দুর্গাপুর, ১ জুলাই: আজ ডক্টরস ডে।আজ পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর হৃদ যন্ত্রের অপারেশন। ব্যাঙ্গালোরের একটি বেসরকারি হাসপাতালে সোমবার সকালে যখন শুরু হয় অস্ত্রপচার ঠিক তখন দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোন অরবিন্দ এভিনিউ এর বিধায়ক কার্যালয়ে নরেন্দ্রনাথ বাবুর দ্রুত আরোগ্য কামনায় শুরু হয় মহাযজ্ঞ।

বিধায়ক কার্যালয়ের এক মহিলা কর্মী জানান -,””আমরা দাদাকে ভীষণ ভালোবাসি। দাদাও আমাদেরকে অত্যন্ত স্নেহ করেন। আর দাদার অস্ত্রপচার হচ্ছে ব্যাঙ্গালোরে। আমরা তাই ঈশ্বরের কাছে দাদা দ্রুত সুস্থতা কামনা করে এই মহাযজ্ঞের আয়োজন করেছি। দাদা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন।”
ভক্তি ও নিষ্ঠার সাথে নরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুগামী তথা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সোমবার সকাল থেকেই মহাযজ্ঞ অনুষ্ঠানে এসে সামিল হন। সকলের সমবেত প্রার্থনা একটাই, “”দাদা সুস্থ হয়ে বাড়ি ফিরুন “”।।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *