দুর্গাপুর, ৬ এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার আসছেন। তার আসার কয়েক ঘণ্টা আগেই দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল বটলিং কারখানায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের আন্দোলনের জেরে গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কাজ বন্ধ আজ দুদিন ধরে।এর প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গের প্রায় সাতটি জেলায়।
বিনা নতুন বেতন চুক্তিতেই কাজ করানোর অভিযোগ শ্রমিকদের । উৎপাদন বন্ধ করে এবং রাষ্ট্রায়াত্ত গ্যাস বটলিং কারখানার গেট বন্ধ করে বিক্ষোভে তৃণমূল শ্রমিক সংগঠন। আন্দোললের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে জ্বালানি গ্যাসের সংকটের আশঙ্কা। তৃণমূল শ্রমিক সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বঞ্চিত হচ্ছে শ্রমিকরা অভিযোগ বিজেপির। দ্রুত সমস্যা সমাধান করার চেষ্টা চলছে দাবি তৃণমূল নেতৃত্বের। দুর্গাপুরের লেলিন সরণীর রাষ্ট্রায়াত্ত ইন্ডিয়ান অয়েল বটলিং প্লান্টের এলপিজি গ্যাস উৎপাদনের কাজে ৯৩ জন স্থায়ী শ্রমিক রয়েছে। ২০২০ সালে চুক্তি হওয়া শ্রমিকদের মেয়াদ শেষ হয় ২০২৩ সালের ১৫ আগস্ট। তারপর থেকে নতুন করে আর চুক্তি হয়নি। ফলে বেতন তো বাড়ছেই না পুরনো বেতনও দেওয়া হচ্ছে না ঠিকঠাক। একাধিক সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন তাঁরা। একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে এবং তৃণমূল শ্রমিক সংগঠনকেও বিষয়টি জানানো হলেও কোন সুরাহা মিলছে না। দ্রুত নতুন করে চুক্তি করে বেতন বাড়াতে হবে, সঠিক সুযোগ-সুবিধা দিতে হবে। এই দাবি তুলে বৃহস্পতিবার দুপুর থেকে গ্যাস রিফিলিং বন্ধ রেখে বিক্ষোভে নামেন তাঁরা। কারখানার ভেতরেও গ্যাস পরিবহনের ট্রাক এবং ট্যাঙ্কার ঢুকতেও বাধা দেওয়া হয়। এই আন্দোলন দীর্ঘস্থায়ী হলে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে জ্বালানি গ্যাসের সংকটের আশঙ্কাও দেখা দিতে পারে। বিক্ষোভকারী শ্রমিক বাবলু প্রামানিকের অভিযোগ, “শ্রমিকদের পুরনো চুক্তি শেষ হওয়ায় কারখানা কর্তৃপক্ষ নতুন করে চুক্তি করতে টালবাহানা করছে। কয়েক মাস ধরে চুক্তি ছাড়াই কাজ করছেন তাঁরা। বেতনও দেওয়া হচ্ছে না ঠিকঠাক। হলে কয়েক মাস ধরে বেতনের টাকাও কারখানা কর্তৃপক্ষের কাছে বকেয়া রয়ে গিয়েছে। সেই বকেয়া টাকা কারখানা কর্তৃপক্ষের কাছে দাবি করা হলেও কোন গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ। যতক্ষণ না পর্যন্ত নতুন করে শ্রমিকদের সাথে চুক্তি হচ্ছে ততক্ষণ পর্যন্তই উৎপাদন বন্ধ থাকবে।”দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই অভিযোগ তোলেন,”তৃণমূল শ্রমিক সংগঠন গোষ্ঠীদ্বন্ধে দ্বন্দ্বে জর্জরিত। আর বঞ্চিত হচ্ছেন শ্রমিকরা। শ্রমিকদের কাছ থেকে টাকা নিয়ে ওপর তলায় পাঠাতেই ব্যস্ত শ্রমিক সংগঠন। তাই শ্রমিকদের কথা ভাবারও সময় নেই তাঁদের।” পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী আশ্বাস দেন,”তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক শ্রমিকদের এবং কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যার সমাধান করবেন। নতুন চুক্তি করার জন্য কারখানা কর্তৃপক্ষকে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি তোলেন।”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারে আসছেন দুর্গাপুরে। আগামী দুদিন তিনি দুর্গাপুর থেকেই বাঁকুড়া ও পুরুলিয়া জেলা সফরে যাবেন। মুখ্যমন্ত্রী আসার কয়েক ঘণ্টা আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের এই আন্দোলনের জেরে জ্বালানি গ্যাসের সমস্যায় ভুগতে পারেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল গ্যাসের গ্রাহকরা।।