দেওয়াল তুমি কার? দখল নিয়ে বিজেপি -তৃণমূল সংঘর্ষ দুর্গাপুরের সেকেন্ডারি রোডে

দুর্গাপুর, ১ এপ্রিল : দুর্গাপুর নগর নিগমের নয় নম্বর ওয়ার্ডের secondary road। এই ওয়ার্ডের একটি দেওয়াল দখলকে কেন্দ্র করেই বিতর্ক। এই ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের পুরপিতা পল্লব নাগের অভিযোগ , “”এই দেওয়ালটি আমরা অনেকদিন আগেই সাদা চুন দিয়ে ঢাকিয়ে ছিলাম। কিন্তু আজ বিজেপির পারিজাত গঙ্গোপাধ্যায় এবং অশোক কুন্ডুদের উস্কানিতে এই দেওয়ালে বিজেপি নিজেদের প্রার্থীর নাম ও প্রতীক আঁকতে এলে তৃণমূল কর্মীরা বাধা দেয়। আমাদের ছেলেদেরকে বিজেপির কয়েকজন মহিলা নেত্রী অশ্রাব্য ভাষায় গালিগালাজ করলে উত্তেজনা দেখা দেয়। “”পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ প্রসেনজিৎ রায়ের শক্ত হাতে সামাল দেওয়ার কারণে বড়সড় সংঘর্ষের ঘটনা ঘটেনি।

অন্যদিকে বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, “”এই দেওয়াল অনেক আগেই বিজেপির পক্ষ থেকে আমরা অনুমতি নিয়েছিলাম। আমাদেরকে লিখতে বাধা দেওয়া হল। আমাদের মহিলা কর্মীদের গায়ে হাত দেওয়া হয়েছে। “”বিষয়টি নিয়ে দুপক্ষ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করার কথা জানিয়েছে। এক সময় দুপক্ষই মুখোমুখি দুদিকে দাঁড়িয়ে পড়েছিল। চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পুলিশ শক্ত হতে পরিস্থিতি মোকাবিলা করে। এলাকায় চাপা উত্তেজনা। পুলিশি টহল চলছে।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *