দুর্গাপুর, ১৮ জুন: দুর্গাপুর ইস্পাত নগরীর পরিত্যক্ত চিত্রালয় সিনেমা হল সংলগ্ন বস্তির একটি দু বছরের শিশুকে গত রবিবার সন্ধ্যায় অপহরণ করার অভিযোগে চাঞ্চল্য ছড়ায়।রবিবার সন্ধ্যায় স্থানীয় তিলক ময়দানে ওই শিশু অন্যান্য ভাই-বোনদের সাথে খেলা করার সময় একটি বাইকে করে এসে তাকে অপহরণ করে নিয়ে চলে যায় বলে অভিযোগ। এরপরেই দুর্গাপুর থানার পুলিশ তদন্তে নামে। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। এই ঘটনায় পুলিশের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। কিন্তু ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই সেই তিলক ময়দানেই পাওয়া গেল ঐ শিশুকে।অক্ষত অবস্থায় পাওয়া যায় ওই শিশুকে। এরপর বি-জোন ফাঁড়ির পুলিশ ওই শিশুকে নিয়ে যায় ফাঁড়িতে। তড়িঘড়ি ঘটনাস্থলে যান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা, এসিপি দুর্গাপুর সুবীর রায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান পাণ্ডবেশ্বর এর বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। ওই শিশুটির পরিবারের সাথে কথা বলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। পুলিশের ভূমিকার প্রশংসা করতে শোনা যায় ওই শিশুর পরিবারের লোকেদের। কিন্তু কে বা কারা কি উদ্দেশ্যে ওই শিশুটিকে কোথায় নিয়ে গিয়েছিল? তা এখনো স্পষ্ট হয়নি পুলিশের কাছে। তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে তদন্ত যে গতিতে চলছে তেমনভাবেই চলবে। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনানুপ শাস্তি দেওয়া হবে।
বছর দুয়েকের এক শিশুকে অপহরণের অভিযোগ দুর্গাপুরে।এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দুর্গাপুর ইস্পাত নগরীর চিত্রালয় মাঠ সংলগ্ন গান্ধী কলোনী এলাকায়।রবিবার সন্ধ্যে নাগাদ ইস্পাত নগরীর তিলক ময়দানে তিন ভাইবোন খেলা করছিল,ঠিক সেই সময় একটি মোটর বাইকে এক ব্যাক্তি ও এক মহিলা আসে ঐ মাঠে, এরপর খেলানোর ছল করে দু বছরের ঐ শিশুকে নিয়ে বাইকে করে নিয়ে চলে যায় দুই বাইক আরোহী । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার পুলিশ, ছুটে আসেন স্থানীয় প্রাক্তন কাউন্সিলার মনি দাসগুপ্ত।
গোটা ঘটনাকে ঘিরে টানটান উত্তেজনা দুর্গাপুর ইস্পাত নগরীতে। পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করে।মঙ্গলবার সন্ধ্যায় যে ময়দান থেকে ওই শিশুটি অপহরণ হয়েছিল সেই ময়দানেই তাকে পাওয়া গেল অক্ষত অবস্থায়। স্বাভাবিকভাবে নিজেদের সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ায় খুশি তাদের পরিবার।।