দুর্গাপুর যেন আজ শৈলশহর দার্জিলিং

দুর্গাপুর, ৪ নভেম্বর : এই বছরের শীতের স্বাদ কিছুটা হলেও পাওয়া গেল সপ্তাহের শুরুতেই।তার পাশাপাশি ঘন কুয়াশায় ঢেকে গেল দুর্গাপুরের পথ, ঘাট, মাঠ,ময়দান।এর মাঝেই দেখা গেল স্কুল ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে। যদিও ঘন কুয়াশার জেরে রাস্তায় ঘাটে লোকজন খুব একটা ছিল না। পথঘাট প্রায় শুনশান বলা চলে। ঘন কুয়াশা যেন মনে করিয়ে দিল শৈল শহর দার্জিলিং এর কথাকে। প্রাতঃভ্রমণকারীদের উপস্থিতিও ছিল অন্যান্য দিনের চেয়ে কম। ভোর থেকে শীতের আমেজ অনেকটাই পাওয়া গেল। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা একেবারেই কমে যায় সোমবার সকাল থেকে। এই দৃশ্য দেখে অনেকেই উৎফুল্ল হয়ে ওঠেন। এমন ছবি দেখতে অনেকে বহু অর্থ ব্যয় করে শৈল শহর গুলিতে পাড়ি দেন। মূলত পাহাড়ি এলাকায় এমন ছবি দেখা যায়। শিল্প শহর দুর্গাপুরে ঘন কুয়াশার চাদর ভেদ করে শ্রমিক শ্রেণীকে দেখা গেল কারখানামুখী হতে।

প্রবীর পাল নামের এক প্রাতঃ ভ্রমণকারী জানিয়ে দিলেন, “”মনে হচ্ছে যেন শিলং, দার্জিলিং, গ্যাংটক এ আছি। দারুন উপভোগ করছে আমরা। তবে যারা এই ঘন কুয়াশার মাঝে গাড়ি চালাচ্ছেন তাদের কাছে অনুরোধ খুব সাবধানে গাড়ি চালাবেন। দৃশ্যমানতা একেবারেই কম। এমন আবহাওয়া উপভোগ করার মতই। “”নভেম্বরের প্রথম দিকে এমন ছবি দেখে আপ্লুত বহু মানুষ আবার প্রাকৃতিক এই সুন্দরতাকে উপভোগ করার জন্যই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। কুয়াশার পুরু চাদরে কার্যত মুখ ঢাকলো শিল্প শহর দুর্গাপুর।।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *