দুর্গাপুর নগরনিগমের নির্বাচন কি অগাষ্ট মাসেই হচ্ছে??

দুর্গাপুর, ৪ জুন:দুর্গাপুরের ৪৩ টি ওয়ার্ডের সবাই তাকিয়ে ছিল লোকসভা ভোটের দিকে। কারন ২০১৭ তে দুর্গাপুর নগরনিগমের নির্বাচন হওয়ার পরে ফের তা হওয়ার কথা ছিল ২০২৩ সালে।কিন্তু সেই নির্বাচনের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলির প্রবল চাপ থাকা সত্ত্বেও রাজ্যের শাসক দল কিছুতেই দুর্গাপুর নগর নিগম সহ রাজ্যের আরো বেশ কয়েকটি জেলার পৌর নিগমের নির্বাচনগুলি করায়নি।স্বাভাবিকভাবেই চাপ বাড়ছিল রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের ওপরে। লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেসের আশানুরূপ ফলের দিকেই হয়তো তাকিয়ে ছিল ঘাসফুল শিবির। ২০২৩ সাল থেকে দুর্গাপুর নগর নিগম পরিচালিত হচ্ছে পাঁচজন প্রশাসক মন্ডলীর সদস্যদের দ্বারা।দুর্গাপুর নগর নিগমের ৪৩ টি ওয়ার্ডের মধ্যে ২০১৭ সালের ৪৩-০ ফলাফল হয়েছিল । বিরোধী শূন্য দুর্গাপুর পৌর নিগামের একজন কাউন্সিলর চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মাঝপথে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। ইতিমধ্যে ২০১৭ তে জয়ী প্রাক্তন মেয়রপারিষদ সদস্য পবিত্র চট্টোপাধ্যায়, বিদায়ী চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ পাল, প্রাক্তন চিফ হুইপ পবিত্র মুখোপাধ্যায় ইহলোক ত্যাগ করে পরলোকগমন করেছেন। বর্তমানে দুর্গাপুর পৌর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়ের পৌরহিত্যে প্রশাসক মন্ডলীর মোট পাঁচজন সদস্য পরিচালনা করছেন। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের আশানুরূপ ফলের পর এবার কি তাহলে দুর্গাপুর পৌর নিগমের নির্বাচন আসন্ন? সুত্র মারফত যেটা জানা গেছে আগামী অগাস্ট মাসে নোটিফিকেশন হতে চলেছে দুর্গাপুর নগর নিগম সহ রাজ্যের নির্বাচনের সময় অতিবাহিত হওয়া পৌরনিগমগুলির নির্বাচনের জন্য। তবে সবচেয়ে বড় প্রশ্ন যেটা দুর্গাপুর নগর নিগমের নির্বাচনে দলের পক্ষ থেকে এবারে বেশ কিছু নতুন মুখকে নিয়ে আসার কথা বারবার বলা হয়েছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যে ঘোষিত নীতি কলকাতা পৌরসভা নির্বাচনে যা পালন করা হয়েছিল তা হল ৬৫ বছর বয়সের উর্ধ্ব কোনও প্রতিনিধিকে পৌর নিগম নির্বাচনে টিকিট দেওয়া হবে না। এছাড়াও বেশ কিছু “”দাগি””বিদায়ী কাউন্সিলর আগামী পৌর নিগম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ যে পাবে না তেমন কোথাও দলীয় সূত্রে জানা গেছে। সূত্র মারফত জানা গেছে যে আগস্ট মাসের প্রথমদিকেই নির্বাচনের দিনক্ষণ স্থির হয়ে যেতে পারে। এখন দেখার ২০১৭ সালের শেষবার দুর্গাপুর নগর নিগমের নির্বাচন হওয়ার পর আগামী নির্বাচন কত দ্রুত করাতে সক্ষম হয় রাজ্য নির্বাচন কমিশন?

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *