দুর্গাপুর, ৬ জানুয়ারি : সোমবার সাতসকালে দুর্গাপুর স্টিল টাউনশীপের কনিষ্ক রোডের ১/১২৬ নম্বর আবাসনে ভয়াবহ আগুন লাগে।প্রতিবেশীরা ঘরের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখে ছুটে আসেন।খবর যায় দমকল বিভাগ ও দুর্গাপুর থানার পুলিশের কাছে।পুলিশ ও দমকল বিভাগ ঘটনাস্থলে আসে।দুর্গাপুর ইস্পাত কারখানার দ্বিতল এই আবাসন টি রুক্ষিনি সেনগুপ্তর।তার দুই ছেলে বাইরে চাকরি করে।তাই তারা এখানে থাকেন না।এই পরিবার দীর্ঘদিন তালাবন্ধ অবস্থায় পড়ে আছে।

প্রতিবেশী সুমন ঘোষাল জানান,””গুরুপদ সেনগুপ্ত ও তার স্ত্রী রুক্ষিনী সেনগুপ্তর নামে এই আবাসন।তার দুই ছেলে বাইরে চাকরি করার কারনে এই দ্বিতল আবাসন দীর্ঘদিন তালাবন্ধ। কিভাবে আগুন লাগল জানিনা।আমারা বাড়ির ভেতরে যদি গ্যাস সিলিন্ডার থাকে আর তাতে যদি বিষ্ফোরন হয় তাহলে লাগোয়া যে বাড়িগুলি তাও ক্ষতিগ্রস্ত হবে।””ঘটনাস্থলে বহু মানুষের উপস্থিতি দেখা যায়। দমকল বিভাগের কর্মীদের তালাবন্ধ বাড়িতে আগুন নেভাতে হিমশিম খেতে হয়।দমকলের একটি ইঞ্জিন প্রায় ৪-৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।