দুর্গাপুর, ২৯ মে: দেশজুড়ে লোকসভা নির্বাচন প্রক্রিয়া অব্যহত।বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে।দুর্গাপুর ইস্পাত কারখানায় বুধবার সকাল থেকে দেখা গেল সিপিআই(এম) এর শ্রমিক সংগঠন সিটু অনুমোদিত হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন এর ডাকে নতুন বেতন চুক্তি, বকেয়া মেটানোর দাবীসহ আরও একগুচ্ছ দাবীর ভিত্তিতে স্থায়ী শ্রমিকদের আন্দোলন।এই ইস্যুতেই সিটু ছাড়াও প্রায় সমস্ত শ্রমিক সংগঠনগুলি একত্রিত হয়ে লড়াই করছে।৩৯ মাসের এরিয়ার, রাত্রিকালীন কাজের জন্য অতিরিক্ত আ্যলাউন্স ছাড়াও রাষ্ট্রায়ত্ত এই কারখানার আধুনিকীকরণ ও সম্প্রসারণের দাবীতে বুধবার সিটুর এই আন্দোলন কারখানার ভেতরেই আয়োজিত হয়।উল্লেখ্য এর আগে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা ও রাজ্য বিজেপির নেতারা দাবী করেন যে দুর্গাপুর ইস্পাত কারখানার সম্প্রসারণের ও আধুনিকীকরণের জন্য অর্থ বরাদ্দের যে দাবী করা হয়েছিল সেই দাবীকে নস্যাৎ করে দেয় দুর্গাপুরে আই এন টি ইউ সি র কেন্দ্রীয় নেতারা।দুর্গাপুর ইস্পাত কারখানার সম্প্রসারণের ও আধুনিকীকরণের প্রয়োজনীয়তা আশু হয়ে দাঁড়িয়েছি।
কারন দুর্গাপুর ইস্পাত কারখানায় ধারাবাহিক দুর্ঘটনায় বহু শ্রমিকের প্রাণহানি ও বহু শ্রমিক আহত হওয়ার ঘটনার ঘটেছে।বারবার দুর্গাপুর ইস্পাত কারখানার সমস্ত শ্রমিক সংগঠনগুলি একযোগে আওয়াজ তোলে।ডিএসপিতে সিটুর আন্দোলন স্থায়ী শ্রমিকদের দাবী পুরনে কতটা সক্রিয় ভুমিকা নেয় সেটাই দেখার।।