দুর্গাপুরে মেলা মানেই কি দ্বন্দ্ব??

টেবিল উল্টে মেলা কমিটিকে হটালো তৃণমূলেরই একাংশ, স্লোগান উঠলো বহিরাগত হটাও, যাকে ঘিরে কার্যত উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো দুর্গাপুরের কল্পতরুর মাঠে। প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দুর্নীতির অভিযোগ অস্বীকার বাংলা কমিটির সভাপতি। পরিস্তিতি সামলাতে দুর্গাপুরের কল্পতরু ময়দানে পৌঁছালো পুলিশ। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত গ্যামন ব্রিজ ময়দানে নতুন বছরের শুরুর দিনে কল্পতরু মেলা শুরু হয়, চলে দশ দিন। মেলা কমিটির সভাপতি তথা প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়। দিন কয়েক আগে গতবারের মেলা কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে টেন্ডার প্রক্রিয়া সাথে স্থানীয় ক্লাব ও দলের কর্মীদের নিয়ে কমিটি তৈরী করে মেলা পরিচালনা করার জন্য লিখিত চিঠি দেন দুর্গাপুরের ৩১ ও ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের দুই সভাপতি দেবনারায়ণ সিং ও সুব্রত ব্রহ্ম সহ মেলার আয়োজন স্থল গ্যামন ব্রিজ ময়দান সংলগ্ন চারটি ওয়ার্ডের তৃণমূল কর্মীরা। শুক্রবার আচমকা অভিযোগকারী তৃণমূল কর্মীরা এসে দেখেন মেলার স্টল বন্টন প্রক্রিয়া শুরু হয়েছে। তারপরই উত্তেজনা শুরু হয় মেলা মাঠের সামনে, মেলা ময়দানের সামনে একটি টেবিল উল্টে দেওয়া হয় ছবি। যাকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে। কোকওভেন থানার পুলিশ এসে সামাল দেয় পরিস্তিতি। এইদিকে পুলিশের সামনেই মেলায় সচ্চতা আনার দাবিতে শুরু হয় তৃণমূল কর্মীদের স্লোগান। যতক্ষণ সুবিচার না মিলছে ততদিন এই আন্দোলন জারি থাকবে বলে হুশিয়ারী দেন আন্দোলনরত তৃণমূল কর্মীরা। যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন মেলা কমিটির সভাপতি অনিন্দিতা মুখোপাধ্যায়। তবে কমিটি তৈরী নিয়ে জেলার দুই মন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানান দুর্গাপুরের প্রাক্তন মেয়র। এইদিকে মেলার দখল কাদের হাতে থাকবে তৃণমূলের দুই গোষ্ঠীর এই লড়াইয়ে সুর চড়িয়েছে বিরোধীরা, এতে ইনকাম আছে তার জন্যই এতো লড়াই মন্তব্য দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের। সব মিলিয়ে জানুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হতে চলা দুর্গাপুরের কল্পতরু ময়দানে শুরু হতে চলা দুর্গাপুরের এই মেলাকে ঘিরে এবার দলের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসাতে এখন বিড়ম্বনাতে শাসক শিবির।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others