দুর্গাপুরে বিজেপি নেত্রীর ম্যারেজ হলের সামনে পরিত্যক্ত ব্যগকে ঘিরে “”রাজনৈতিক রহস্য'”

দুর্গাপুর,৮ মে: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনে আর বাকি মাত্র ১০০ ঘন্টা।আর তার আগেই রাজনৈতিক উত্তেজনার পারদ চড়তে শুরু হলো দুর্গাপুরে। দুর্গাপুর নগর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের মামড়া সুকান্ত পল্লী এলাকায় গেরুয়া শিবিরের পশ্চিম বর্ধমান জেলার সংগঠনের সহ সভানেত্রী মনীষা শিকদারের নিজস্ব একটি ম্যারেজ হল রয়েছে।

বুধবার সন্ধ্যা থেকে সেই ম্যারেজ হল সামনে পরিত্যক্ত একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। আর সেই ব্যাগকে ঘিরে আতঙ্ক ছড়াল দুর্গাপুর মামড়া বাজার সুকান্তপল্লী এলাকায়।ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ। ঘটনাস্থলে চলে আসেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় জানান, “”মনীষাদি অত্যন্ত দক্ষ একজন সংগঠক। এই এলাকার বহু মানুষ তার জন্য বিজেপিতে যোগ দিয়েছেন। এটা দেখে সহ্য হচ্ছে না তৃণমূল কংগ্রেসের। দুর্গাপুরের ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কাছে খবর আছে যে মুখ্যমন্ত্রী যাওয়ার আগে পুলিশকে নির্দেশ দিয়ে গেছেন বিজেপি নেতা-নেত্রীদেরকে চমকানোর জন্য। এই ব্যাগ রাখাটা একটা ষড়যন্ত্র। দেখা যাক ব্যাগ থেকে কি বেরোয়। “”এলাকায় এই খবর বিদ্যুৎ তরঙ্গের মতো ছড়িয়ে পড়ে।বহু মানুষ এসে জমায়েত করেন বিজেপি নেত্রীর ম্যারেজ হলে সামনে। আপাতত পুলিশ ওই এলাকাটিকে ঘিরে রেখেছে। এলাকায় কাউকে যেতে দেওয়া হচ্ছে না। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।কি আছে ওই পরিত্যক্ত ব্যাগটিতে?এই প্রশ্নের উত্তর জানার জন্য কৌতুহলী মানুষেরা ভিড় জমিয়ে আছেন বুধবার রাতেও। পুলিশের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ খতিয়ে রাখা হচ্ছে যে কে বা কারা ঐ ব্যাগটি ওখানে রেখে গেল তা জানার জন্য।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ