দুর্গাপুরের সিপিআই(এম) এর লড়াকু নেতা কি এবার ঘাসফুল শিবিরে???

দুর্গাপুর, ১৫ জুন: লোকসভা নির্বাচনের শোচনীয় পরাজয় ঘটেছে সিপিআই(এম) সহ বাম সংগঠনগুলির প্রার্থীদের। সিপিআই(এম) র সাথে আসন সমঝোতা করেও সুবিধা হয়নি কংগ্রেসের। উল্টে বহরমপুরের “”রবিনহুড “”অধীর চৌধুরীর মত হেভিওয়েটকেও পরাজয় স্বীকার করতে হয়েছে। লোকসভা নির্বাচন উত্তীর্ণ। গঠিত হয়ে গেছে দেশের সরকার। রাজনৈতিক পরিমন্ডলে আবার সামনের দিকে হাঁটা শুরু রাজনৈতিক নেতাদের। সামনেই দুর্গাপুর পৌরসভা নির্বাচন, তার পাশাপাশি ২০২৬ সালে এ রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগেই দুর্গাপুর জুড়ে শোরগোল। শনিবার দিনভর গোটা দুর্গাপুরে সিপিআই(এম) এর দুর্গাপুরের এক বড় নেতা যোগ দিতে চলেছেন ঘাসফুল শিবিরে এমন সংবাদ ভাইরাল। ক্রমশ দূর্গাপুরের সিপিআই(এম)র প্রধান মুখ হয়ে ওঠা এই নেতাকেই নাকি শাসক দল তাদের শ্রমিক সংগঠনের দায়িত্ব দিতে চলেছেন দুর্গাপুরে।

রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী আগামীকাল তার হাতে পতাকা ধরাবেন এমন খবরও কান পাতলেই শোনা যাচ্ছে শিল্পশহর দুর্গাপুরে। এক সময় অবিভক্ত বর্ধমান ছিল লালদুর্গ। একদিকে কৃষিক্ষেত্র আর অন্যদিকে শিল্পের সমাহারে গঠিত বর্ধমানে শুধুই লাল পতাকার পতপত করে উড়ন্ত ছবি আজও ম্লান হয়নি শিল্পশহর দুর্গাপুরের মানুষের মনের মনিকোঠা থেকে। কিন্তু যে খবর ভাইরাল তাতে করে সিপিআই(এম) র দুর্গাপুরের লড়াকু মুখ হয়ে ওঠা সেই নেতা কি আদৌ যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে?এই খবর কি আদৌ সত্য? নাকি শুধুই রটনা? জোর জল্পনা শহর জুড়ে। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না। বামপন্থী বহুনেতা নেত্রী সিপিআইএম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। আইএনটিটিইউসির রাজ্য সভাপতির পদ সামলাচ্ছেন সিপিআইএম এর প্রাক্তন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সবকিছু ঠিকঠাক থাকলে রবিবাসরীয় সন্ধ্যাতেই কি তাহলে দুর্গাপুরে এই জনপ্রিয় সিপিআইএম নেতা যোগ দিতে চলেছেন”” মা -মাটি- মানুষ””এর দলে?? এই বিষয়ে আমরা যোগাযোগ করি তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সাথে তিনি স্পষ্ট আমাদের জানান “”এই বিষয়ে আমার সাথে কেউ যোগাযোগ করেনি। তবে আমাদের দলের অন্য কোন নেতাদের সাথে কারো যোগাযোগ হয়েছে কিনা সে বিষয়ে এখনই আমি জানিনা। যদি কেউ আসতে চায় আমরা তাকে স্বাগত জানাবো।””অন্যদিকে সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলার সদস্য পঙ্কজ রায় সরকারের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, “”আমি বিষয়টি সম্পর্কে কিছুই জানিনা। এরকম কোনও নাম আমার জানা নেই।তবে এই একই বিষয়ে আমি ফোন পেয়েছি। “”শনিবার সকাল থেকেই এমন খবর কানাঘুষো শোনা যাচ্ছে শিল্প শহরের সর্বত্রই। এখন দেখার রটনা শুধুই কি রটনা? নাকি এই রটনাতে রয়েছে সারবত্তা??উত্তর দেবে সময়।।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *