দুর্গাপুরের সিটি সেন্টারে পরপর দুটি বাড়িতে কুড়ি ভরি সোনার গহনা সহ দেড় লক্ষের বেশি টাকা চুরির ঘটনায় চাঞ্চল্য

দুর্গাপুর, ৫ মে : ভোটের আবহে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের অম্বুজা উপনগরীর তেইশ নাম্বার স্ট্রীটে পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। সিসিটিভিতে ধরা পড়লো দুষ্কৃতীদের ছবি। ঘটনার তদন্তে দুর্গাপুর থানার পুলিশ। মুখে কাপড় বেঁধে জানালা ভেঙে বাড়িতে ভেতর ঢুকে দুঃসাহসিক চুরি। লোকসভা নির্বাচনের আবহে ব্যাপক চাঞ্চল্য শিল্পাঞ্চল দুর্গাপুরে। শিল্পাঞ্চল দূর্গাপুরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত অম্বুজা উপনগরী । সেখানের ২৩ নম্বর স্ট্রিটের দুটি বাড়ির জানালা ভেঙে ভিতরে ঢুকে আলমারি ভেঙে প্রায় কুড়ি ভরি সোনার অলংকার আর প্রায় এক লাখ সত্তর হাজার টাকা চুরি যায়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রবিবার ভোর তিনটেই জানালা ভেঙে ভেতরে ঢুকছে, চারজন মুখে গামছা বেঁধে দুষ্কৃতি। বাড়ির মালিক অধীর কুমার ঘোষের অভিযোগ,”সকালে উঠে দেখেন ঘরের দরজা ভেতর দিক দিয়ে বন্ধ। তখনই সন্দেহ জাগে তাদের। বাইরে বেরোতেই দেখেন জানালা ভেঙে ভেতরে ঢুকেছে দুষ্কৃতীরা। আলমারি ভেঙে নগরদেড় লক্ষ টাকা সঙ্গে প্রায় ১৫ ভরি সোনা নিউ চম্পট দেয় তারা।”

তার পাশের বাড়ির গৃহকর্ত্রী রুনা দাস অভিযোগ করেন,” তাঁদের বাড়িতেও দুষ্কৃতীরা জানালা ভেঙে ভেতরে ঢোকে। আলমারি ভেঙ্গে নগদ ১৫ হাজার টাকা সঙ্গে প্রায় ছয় -সাত ভরি সোনা, বেশ কিছু রুপোর অলঙ্কার চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে সেই চিত্র।”””দুর্গাপুরের সিটি সেন্টারে এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।এলাকার বাসিন্দারা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনা তদন্ত চলছে। দ্রুত চুরির ঘটনার কিনারা হবে।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *