দুর্গাপুর,২০ জুলাই:: বৃষ্টির অভাবে ফলছে না ফসল। বাজারে বাজারে দাম বেড়েছে সবজির। আলু পেঁয়াজ আবার পাচার হচ্ছে ভিন রাজ্যে। এইসবের মাঝে পড়ে চড়া দাম দিয়ে সবজি কিনতে কার্যত হিমশিম খেতে হচ্ছে সকলকেই। সবজির কালোবাজারি আর চড়া দামে বিক্রি রুখতে টাস্ক ফোর্সকে বাড়তি নজরদারি এবং পুলিশকেও তৎপর হওয়ার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য সরকারের উদ্যোগে বাড়ানো হয়েছে সুফল বাংলার ভ্রাম্যমান গাড়ি এবং সবজি বিক্রির স্টল। সেখানে বিক্রি হচ্ছে ন্যায্য মূল্যে সবজি।শনিবার সকালে দুর্গাপুর পুর নিগমের উদ্যোগে মুচিপাড়া মার্কেটে খোলা হলো সুফল বাংলার স্টল। উদ্বোধন করলেন প্রশাসক মন্ডলীর প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায় সদস্য রাখি তিওয়ারি ধর্মেন্দ্র যাদব ও পুরনিগমের কমিশনার আবুল কালাম আজাদ। প্রশাসক মন্ডলীর প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন,”রাজ্যের বিভিন্ন প্রান্তে মজুতদারদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন। বাজারে বাজারে চড়া দামে সবজি বিক্রি রুখতে বাড়ানো হয়েছে নজরদারি। সাধারণ মানুষকে স্বস্তি দিতে খোলা হচ্ছে দিকে দিকে সুফল বাংলার ভ্রাম্যমান গাড়ি থেকে স্টল। সুফল বাংলার স্টল গুলি থেকে বাজারের থেকে কম দামেই সবজি কিনতে পারছেন সাধারণ মানুষ। উপকৃত হচ্ছেন তাঁরা। পুর নিগমের বিভিন্ন প্রান্তে খোলা হচ্ছে সুফল বাংলা স্টল।”