দুর্গাপুর, ২৭ এপ্রিল : দুর্গাপুরের সিটি সেন্টারে তিনতারা হোটেল থেকে দুপুর ১:১৫ মিনিটে বেরিয়ে গাড়িতে করে আসেন গান্ধী মোড়ে ডিএমসি ময়দানে হেলিপ্যাডে আসেন। হেলিপেডে থাকা চপারে ওঠার পরে টপার এর ভেতরে মুখ্যমন্ত্রী হোঁচট খেয়ে পড়ে যান। সেই ছবি ধরা পড়ে ক্যামেরায়। কিন্তু মুখ্যমন্ত্রী তারপরেই রওনা দেন আসানসোলের কুলটির উদ্দেশ্যে। বিগত বেশ কয়েকদিন ধরেই একটানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র দাবদাহের মাঝে রাজ্যের জেলায় জেলায় নির্বাচনী জনসভা করছেন। দুটি দফা নির্বাচন সবে মাত্র শেষ হয়েছে। গত কয়েকদিন আগে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের গলসি বিধানসভার অন্তর্ভুক্ত বুদবুদে প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী নিজে বলেন, “”প্রচন্ড গরম। সবাই ভাবছে হেলিকপ্টারে করে উনি যাতায়াত করেন। কিন্তু হেলিকপ্টার এর ভেতরটা হিট চেম্বার হয়ে থাকছে। গরমে শরীরের সমস্ত জল শুকিয়ে যাচ্ছে।
নজিরবিহীন ভাবে এই প্রথম ৪ জুন পর্যন্ত ভোট প্রক্রিয়া। এর আগে 8 থেকে 13 ই মে এর মধ্যে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে যেত। এর পেছনে বিজেপির ষড়যন্ত্র আছে “”।মুখ্যমন্ত্রী নিজের অসুস্থতা নিজের মুখে স্বীকার করেছিলেন। আজ মুখ্যমন্ত্রী প্রথমে আসানসোলের কুলটিতে এবং পরের উষাগ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে জনসভা করবেন। হেলিকপ্টারের চাপার সময় হোঁচট খেয়ে মুখ্যমন্ত্রীকে পড়ে যেতে দেখা গেল। তিনি কোথাও চোট পেলেন?