দিলীপ ঘোষ “গো ব্যাক” স্লোগান,উত্তেজনা দুর্গাপুরের ফুলঝোড় মোড়ে

দুর্গাপুর, ৮ এপ্রিল : দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার ফুলঝোড় মোড়ে বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সোমবার সকালে পৌঁছাতেই “” দিলীপ ঘোষ দূর হাটো “”,”” গো ব্যাক স্লোগান।””ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। সোমবার সকালে প্রাত:ভ্রমণ সেরে ফুলঝোড়ে চায়ে-পে- চর্চা অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। তখনই এলাকার বেশ কিছু মানুষ, “” জয় বাংলা, দিলীপ ঘোষ দুর হটো””স্লোগান দিতে থাকেন।তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা দেখা যায় ।যারা দিলীপ ঘোষের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন তাদের মধ্যে অনেকে মহিলা উপস্থিত ছিলেন।

কেন্দ্রের প্রতিশ্রুতি দেওয়া প্রকল্পের সুবিধা বাংলার মানুষ কেন পাচ্ছে না? সেই দাবি দিলীপ ঘোষের কাছে জানানোর পরে তিনি কোন কথায় বলতে চান নি অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা । তারপরেই বিজেপি কর্মীদের সাথে শুরু হয় তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি। পুলিশকে হিমশিম খেতে হয় পরিস্থিতি সামাল দিতে। দিলীপ ঘোষের সাফাই, “”আমার সঙ্গে চা খেতে বহু মানুষ এসে জমায়েত করেছে। সেই কারণে ওই এলাকার ব্যবসায়ীদের দোকান বন্ধ হয়ে যাচ্ছিল।সেজন্যই তৃণমূলের কিছু মহিলা এসেছিল ঝামেলা করতে। এরা বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই করতে পারবে না।””উত্তেজনা কর পরিস্থিতি তৈরি হওয়ার কারণে দিলীপ ঘোষ কে তার কর্মী সমর্থকদের নিয়ে এলাকা ছেড়ে দিতে দেখা যায় দ্রুত। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ, “”দিন প্রতিদিন এই রাজ্যে জনভিত্তি হারাচ্ছে ভারতীয় জনতা পার্টি। সাধারণ খেটে খাওয়া মানুষ আজ বুঝে গেছে যে বিজেপি প্রত্যেকবার ভোট এলেই ভাঁওতা দেয়। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছে না বাংলার মানুষ। তাই বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে গর্জে উঠেছে আমজনতা। “”

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *