দিলীপ ঘোষের বডি ল্যাঙ্গুয়েজ কি অন্য বার্তা দিচ্ছে?

বর্ধমান, ৪ জুন: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ঢোকার সময় মাইকে ঘোষণা ২৩ হাজার ভোটে এগিয়ে গেলেন কীর্তি আজাদ। গণনা কেন্দ্রে প্রবেশ করার পথেই এই ঘোষণা শুনে অতি উৎসাহিত তৃণমূল কর্মী সমর্থকরা দিলীপ ঘোষ কে লক্ষ্য করে, গো ব্যাক স্লোগান দিলেন,তার সাথে জয় বাংলা স্লোগান উচ্চস্বরে। দিলীপ ঘোষ পালটা হাসিমুখে তৃণমূল কর্মীদেরকে যাওয়ার পথে হাত দেখালেন।চরম উত্তেজনার সৃষ্টি হয় এই গননাকেন্দ্রের বাইরে। মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে।এরপরেই দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেন, “”গণনা এখনো অনেক বাকি। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের গণনা বাকি আছে। দেখুন শেষ পর্যন্ত কি হয়? “তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ কিছুক্ষণ আগেই সাংবাদিকদের বলে যান, “”আমি ইতিমধ্যেই ছক্কা মেরে দিয়েছি “”।তার উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন “”এই কথা উনি অনেকদিন আগে থেকেই বলছেন। দেখা যাক শেষ পর্যন্ত বিজয়ীর হাসি কে হাসেন?””তবে দিলীপ ঘোষের শারীরী ভাষা ২৩ হাজার ভোটের ব্যবধানে পিছিয়ে পড়ার কারণে অনেকখানি বদলে যাওয়ার ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায়। ১৩ রাউন্ড গণনা চলবে। সবে মাত্র তিন রাউন্ড শেষ হয়েছে। বাকি ১০ রাউন্ডে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ২২ গজে দাপটের সাথে ব্যাটিং করে গেরুয়া নাকি ঘাসফুল শিবির জয় লাভ করে সেটা দেখার।।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *