দুর্গাপুর, ৫ এপ্রিল : ৪০ ডিগ্রী ছুঁই ছুঁই তাপমাত্রার মাঝেই দলের কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার করছেন তিনি।সামান্য ক্লান্ত হলেই গাছ তলায় দলের কর্মীদের নিয়েই ক্ষণিকের বিশ্রাম নিচ্ছেন। সাধারণ মানুষের সাথে গল্পও করছেন। প্রবল হিট ওয়েভকে উপেক্ষা করে এভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের গ্রামে শহরে প্রচার। শুক্রবার কাঁকসার বিদবিহারের জাঠগড়িয়ার মন্দিরে, মসজিদে গিয়ে এবং পদযাত্রা করে শুরু করেন । তারপর বিদবিহারের শিবপুর হয়ে বাসুদেবপুরে তৃণমূলের চার শহীদের মূর্তিতে মালা পরান। শহীদদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। রাস্তায় গাড়ি থামিয়েও সাধারণ মানুষের সাথে কথা বলতে দেখা যায় তাঁকে। এলাকার মানুষদের জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদনও করেন। তারপরেই কাঁকসার বনকাটির তেপান্তরে পৌঁছে যান।
তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ হলেন,”নরেন্দ্র মোদির মিথ্যা গ্যারান্টি মানুষ মানছে না। মমতা দিদির ওয়ারেন্টিকেই ভরসা করছেন। গরমকে অপেক্ষা করেই হাজার হাজার তৃণমূল কর্মীরা তাঁর সাথে মিছিলে পা মেলাচ্ছেন। তৃণমূলের উন্নয়নকে তুলে ধরছেন।””১৯৮৩ বিশ্বকাপ ক্রিকেট জয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার ষাট ঊর্ধ্ব বয়সেও নিজের ফিটনেসকে বজায় রেখে মাইলের পর মাইল অবলীলায় হাটছেন এই তীব্র খরতাপকে উপেক্ষা করেই।গ্রামে গ্রামে উল্লসিত তৃণমূল কর্মীদের পুষ্প বৃষ্টি কিংবা ফুলের মালা গলায় পরিয়ে কীর্তি আজাদকে বরণ করে নেওয়ায় উচ্ছসিত প্রার্থী নিজেই।বিখ্যাত এই ক্রিকেটারকে কাছে পেয়ে ক্ষুদে খেলোয়াড়দের আবেদন অটোগ্রাফ দেওয়ার তা যেমন প্রার্থী কীর্তি আজাদ ঝা মেটাচ্ছেন পরম স্নেহে আবার বয়:জৈষ্ঠদের পা ছুঁয়ে প্রণাম করছেন। এভাবেই প্রচারে আট থেকে আশি সকলের মন জয় করতে মরীয়া তিনবারের সাংসদ ও একবারের বিধায়ক।। তবে প্রচারে অন্যান্য দলের প্রার্থীদের টেক্কা দিয়ে কীর্তি আজাদ ঝা যে গ্রামে গ্রামে চষে ফেলছেন তা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।।