দুর্গাপুর, ১৩ এপ্রিল :: “”‘ভিখারির পার্টি, বাংলাকে ভিখারী বানিয়ে দিল’, মুখ্যমন্ত্রী আর তৃণমূলকে একযোগে আক্রমণ করে ফের বিতর্কিত মন্তব্য করলেন দিলীপ ঘোষ । উত্তরবঙ্গের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করে বলেন,”১০০ দিনের কাজ ভাঁওতা ছিল। আমরা ১০০ দিনের টাকা দিয়েছি কর্মশ্রী প্রকল্প শুরু করেছি।”এই প্রসঙ্গে দুর্গাপুর থেকে দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন,”কান্নাকাটি করছেন কেন। আপনি তো বলেছিলেন আজীবন বিনামূল্যে রেশন দেব। দিয়েছেন? যেই একবার মোদি বললেন বন্ধ করব সেই কান্নাকাটি। দিল্লিতে গিয়ে সংসদরা ধরনা দিয়ে বলছেন বন্ধ করবেন না। না খেতে পেয়ে মরে যাব। ভিখারির পার্টি, ভিখারি করে দিল পশ্চিমবঙ্গকে।” পহেলা বৈশাখ রাজ্য সরকারের তরফ থেকে পালিত করা হয় পশ্চিমবঙ্গ দিবস। এই বিষয় নিয়ে দিলীপ বলেন,”কবে পয়লা বৈশাখ শুরু হয়েছে কবে রাজ্য শুরু হয়েছে তা নিয়ে কিছু তালমিল আছে কি। সব কাজই ওদের উল্টোপাল্টা। বাঙালি ওদের সাথে নেই সেজন্য। বিহার থেকে গুজরাট থেকে ওদের প্রার্থী আনতে হচ্ছে। পহেলা বৈশাখের ইতিহাস কি পশ্চিমবঙ্গ নির্মাণের ইতিহাস কি সেইসবের সাথে কিছু নেই। কিছু একটা করে বলতে হবে মা নেই বাপ নেই চলে যাচ্ছে। চৈত্র সংক্রান্তির দিনেই বিজেপির চরিত্র সংক্রান্তি হয়ে যাবে বাংলা থেকে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে পাল্টা দিলীপ ঘোষ বলেন পাগল হয়ে গেলে অনেক কিছু বলে।
ওইসব আমরা গুরুত্ব দি না। বাংলার মানুষই ওদেরকে এবার বিসর্জন দেবে।শনিবার দুপুরে দুর্গাপুরের বেনাচিতির গুরুদুয়ারাতে প্রার্থনা করলেন শেখ সম্প্রদায়ের মানুষদের সাথে কথা বললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এছাড়াও দুর্গাপুরে একাধিক কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে।যদিও এর আগে দিলীপ ঘোষের বিভিন্ন মন্তব্যের প্রসঙ্গে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ তাকে কটাক্ষ করে “” জমিদার “” বলেছিলেন।আজ তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিলীপ ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলা হল “”দিলীপ ঘোষ বাংলার মানুষকে অপমান করলেন । লড়াইটা এবার তাহলে জমিদারের সঙ্গে ভিখারিদের। “”