তিলোত্তমার জন্য বিচার চেয়ে শিক্ষক দিবসে পথে শিক্ষক-শিক্ষিকারা

দুর্গাপুর, ৫ সেপ্টেম্বর : আজ শিক্ষক দিবস।মুলত এই দিনটিতে শিক্ষক -শিক্ষিকাদের প্রতি ছাত্রদের যে গভীর সম্মান, আস্থা ও শিক্ষকদের শেখানো শিক্ষাকে সঙ্গীকরে এগিয়ে যাওয়ার শপথ গ্রহণের এই দিনটিতেও আর জি কর হাসপাতালের নির্যাতিতার জন্য সুবিচারের প্রার্থনা। “‘আর কবে, আর কবে, আর কবে'”- অরিজিৎ সিং-র প্রতিবাদের গান দিয়ে শিক্ষক দিবসের দিনেই তিলোত্তমার বিচার চেয়ে প্রতিবাদে শিক্ষক শিক্ষিকারা। আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে দুর্গাপুরের সিটি সেন্টারের শপিংমলের সামনে থেকে চতুরঙ্গ ময়দান পর্যন্ত প্রতিবাদ মিছিল চলে। যতদিন না পর্যন্ত দোষীদের শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত চিকিৎসকদের পাশে শিক্ষক-শিক্ষিকারাও রাস্তায় থাকবে বলেও জানান। দুর্গাপুরের কয়েকশো শিক্ষক শিক্ষিকারা পা মেলান প্রতিবাদ মিছিলে। শিক্ষিকা মিতা চৌধুরী, দেবযানী বসু বলেন,””এই নির্মম ঘটনা চরম আঘাত দিয়েছে সমাজের বুকে। দেরিতে বিচার কোন বিচার নয়।

দিন দিন দেরি হচ্ছে বিভিন্ন কারণে। সঠিক যাতে বিচার হয় সেই দাবিতে শিক্ষক দিবসের দিনেই আমরা প্রতিবাদে নেমেছি।”” দিন যত গড়াচ্ছে ততই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের।সকলেই একবাক্যে এখন চাইছেন আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসক তিলোত্তমার ধর্ষন ও নৃশংষ হত্যার সাথে যুক্ত অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন।আর যত দিন যাচ্ছে ততই অবাক হচ্ছেন সবাই যে, “” আর কবে?আর কবে?””মিলবে সত্যের সন্ধান?

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *