ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অ্যাম্বুলেন্স। আহত চালক। ব্যাহত যান চলাচল। শনিবার বিকেলে পানাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে এক রোগীকে দোমড়া সংলগ্ন মাজুরিয়া এলাকায় পৌঁছে দেওয়া হয় স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্সে করে। পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়ক ধরে ফেরার পথে পিয়ারিগঞ্জের কাছে ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্সটি। স্থানীয়রা চালককে উদ্ধার করে। খবর দেয় কাঁকসা থানার পুলিশকে। পুলিশ আহত চালককে উদ্ধার করে পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। এই দুর্ঘটনা জেরে ব্যাহত হয় বেশ কিছুক্ষণ ধরে যান চলাচল। স্থানীয়দের অভিযোগ অভার লোড ট্রাক এবং ডাম্পারের প্রচণ্ড গতিতে যাতায়াতের ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। মৃত্যুর কবলেও পড়তে হচ্ছে অনেককে। পুলিশ কোন ব্যবস্থা নেয় না বলেও অভিযোগ তোলেন তাঁরা।