টিএমসিপির সদস্যরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে হাতে গীটার নিয়ে গাইল “” একলা চলো রে””

দুর্গাপুর, ২৬ ফেব্রুয়ারী : ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রে এবার কারা গড়বে সরকার?প্রশ্ন দেশজুড়ে। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি যখন ইন্ডি জোটের জন্ম দিয়েছে তখন বিজেপিকে সঙ্গে নিয়ে এনডিএ জোটের দাবি কেন্দ্রে এবারেরও মোদি সরকার। এ রাজ্যে বামফ্রন্টের সাথে কংগ্রেসের জোট প্রায় নিশ্চিত। যদিও প্রথমদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কে ইন্ডি জোট নিয়ে আগ্রহ প্রকাশ করতে দেখা গেলেও পরবর্তীতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কে কংগ্রেসের সমালোচনা করতে শোনা যায়। লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে বেরিয়েছেন । বীরভূমের পরে এবার তিনি পুরুলিয়া ও বাঁকুড়া সফরে।

সোমবার ২৬ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্ডাল বিমানবন্দরে বিশেষ বিমানে নামার পর দুর্গাপুরের সিটি সেন্টারে সরকারি সার্কিট হাউসে আসেন। এখানে রাত্রি যাপন করার পর আগামীকাল মুখ্যমন্ত্রী যাবেন পুরুলিয়া উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রীকে স্বাগত জানাতে দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন এলাকায় ব্যারিকেডের দুই পাশে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মীদের পাশাপাশি, শাখা সংগঠনের নেতাকর্মীরাও হাজির ছিলেন। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নবীন প্রজন্মের প্রতিনিধিরা গিটার হাতে মুখ্যমন্ত্রী আসার আগে গলা ছেড়ে গাইল, “”যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। “”ইন্ডি জোটকে “”বুড়ো আঙুল”” দেখিয়ে মুখ্যমন্ত্রী যখন একাই হাঁটার কথা ভাবছেন তখন দলের নবীন প্রজন্মের কন্ঠে কবিগুরুর লেখা সেই গান, “” একলা চলো রে””।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *