“”জীবনে কটা ছক্কা মেরেছেন? “”-কীর্তি আজাদকে কটাক্ষ দিলীপ ঘোষের

দুর্গাপুর, ২৯ মার্চ: শুক্রবার দুপুরে কাঁকসা থানা এলাকার বিভিন্ন জায়গায় প্রচার করতে আসেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পানাগড় তিন নম্বর কলোনিতে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কে সম্বর্ধিত করেন এই এলাকার বিজেপির নেতাকর্মীরা। দিলীপ ঘোষ কে সম্বর্ধিত করার জন্য বহু মহিলা কর্মীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। সম্বর্ধনা অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ ক্রিপ্তি আজাদকে কটাক্ষ করে বলেন , “”জীবনে কটা ছক্কা মেরেছেন উনি? “”দিলীপ ঘোষ দুর্গাপুরে পা রাখার সাথে সাথেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জন্য জল ঘোলা শুরু হয়। বিতর্ক আর দিলীপ ঘোষ যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে রাজ্য রাজনীতিতে এমন প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, “”আমি এখানে পা না রাখলেও আমাকে নিয়ে বিতর্ক হয়। সেই সুযোগে অনেকেই নাম কামায় ছবি ছাপিয় অনেকে চমকাবার চেষ্টাও করে ।

আপনাদের চ্যানেলেও চলে। “”এর আগের বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এস এস আলুওয়ালিয়া নির্বাচনে জয়লাভের পর অনেক এলাকায় যাননি বলে অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। তার উত্তর দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “”তিনি আমাদের একজন প্রবীণ কার্যকর্তা। কোরোনার সময় আমিই তাকে বেশি না বেরোনোর জন্য পরামর্শ দিয়েছিলাম। উনি আসবেন রিপোর্ট কার্ড দেবেন। উনি পালিয়ে যাবেন না। “”সুরিন্দর সিং আলুওয়ালিয়া গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নিকটতম প্রার্থীর থেকে ১৫০০ বেশি ভোট পেয়ে জয়ী হন।দিলীপ ঘোষের জবাব, “”বল আমাকে এখানে পাঠিয়েছে আরো বেশি ভোটে লিড নেওয়ার জন্য। আর সেটা হবেই। এই তপ্ত দুপুরে দেখুন এখানে কত মহিলারা এসে দাঁড়িয়ে আছেন।উনারাই আমার ভোটের মার্জিন বাড়িয়ে দেবেন। “”কীর্তি আজাদ ঝোড়ো ব্যাটিং করে ছক্কা মেরে বিজেপি প্রার্থীকেই কেন্দ্র থেকে উড়িয়ে দেবেন বলে যে কথা বলেছেন তার উত্তরে দিলীপ ঘোষের কটাক্ষ “”জীবনে কটা ছক্কা মেরেছেন? “”এরপর দিলীপ ঘোষ জান কাঁকসার 11 মাইলে সেখান থেকে তিনি কাঁকসার সিলামপুরে প্রচার সারবেন বলে জানান।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *