দুর্গাপুর, ২৪ জুলাই: মাত্র কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্যদের “” অপদার্থ”” বলার পাশাপাশি তাদেরকে সরিয়ে দিয়ে যোগ্যদের সেখানে বসানোর কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রীর সেই কথাকে হাতিয়ার করেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে বুধবার সকালে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয়ের সামনে পাঁচটি ছাগল বেঁধে, সেই ৫ টি ছাগলকে পাঁচজন প্রশাসক মন্ডলী সদস্যের সাথে তুলনা করে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হল।মূলত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই আন্দোলন ছিল হকার উচ্ছেদের বিরুদ্ধে।
কিন্তু সেই আন্দোলনে পাঁচটি ছাগলকে প্রতীকি দুর্গাপুর নগর নিগমের পাঁচজন প্রশাসক মন্ডলের সদস্যের সাথে তুলনা করে অবিলম্বে তাদেরকে পদত্যাগ করা দাবি জানালেন বিজেপি নেতাকর্মীরা। দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর ডেপুটি চেয়ারপারসন অমিতাভ বন্দ্যোপাধ্যায় পাল্টা বিজেপিকে কটাক্ষ করে বলেন, “”ওই পাঁচটি ছাগল কে কে? মোদি, অমিত শাহ, নাড্ডা আর এই রাজ্যের শুভেন্দু অধিকারী এরাই তো ছাগল।দিদি তো আমাদের শাসন করবেন।কয়েকজন এখানে এসে আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই সামনে ত্রপল টাঙিয়ে দোকান আর পিছনে ঘর বানিয়ে পরিবার নিয়ে বসবাস করতে শুরু করে দিয়েছে। গোটা শহরটা নোংরা হয়ে গেছে। নগর নিগমের জলের পাইপ লাইন ফাটিয়ে জল চুরি করে নিচ্ছে। হকাররা ফুটপাতের উপর বসে পড়ছে। শহরে নিত্যনৈমিত্তিক দুর্ঘটনা বাড়ছে। আমাদেরও হকার উচ্ছেদ করতে খারাপ লাগছে। কিন্তু শহরের পরিবেশকে তো বাঁচাতে হবে? তাই বিজেপির ওই কুড়ি পঁচিশ জন লোক কি বলল সেটা বড় কথা নয়। “”বিজেপির যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় বলেন, “”মুখ্যমন্ত্রী এই প্রশাসক মন্ডলী সদস্যদের অপদার্থ বলেছেন। এরা কোন কাজ করতে পারছে না। তাই এদেরকে ছাগলের সাথে তুলনা করে আমাদের এই আন্দোলন। “”