কয়লাখনিতে দুর্ঘটনায় মৃত শ্রমিক,বিপজ্জনক পরিস্থিতিতে শ্রমিকদের কাজ করানোর অভিযোগ

দুর্গাপুর, ৪ ফেব্রুয়ারী : পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর – ফরিদপুর ব্লকের ঝাঁজরা এম আই সির খনিগর্ভে কর্মরত কানাইলাল ঘোষ ( ৪৮ বছর)নামের এক কর্মী দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে এই ঘটনার পর থেকে ঝাঁজরা কোলিয়ারিতে কার্যত সমস্ত শ্রমিক কয়লা খনির উৎপাদনের কাজ ছেড়ে উপরে উঠে আসেন। গত দেড় বছরে এই কোলিয়ারিতে বড়সড় দুর্ঘটনা জেরে দুজন স্থায়ী শ্রমিক ও একজন ঠিকা শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলা হয়। কনভেয়ার বেল্টের মধ্যে জড়িয়ে মৃত্যু হয় ঐ খনি শ্রমিকের বলে জানা গেছে। মৃতের পোষ্যের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে সমস্ত শ্রমিক সংগঠনগুলি বিক্ষোভ দেখাতে থাকে।

কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার পুর্নাঙ্গ তদন্ত ও রানিং কনভেয়ার বেল্টে কে বা কারা কাজ করার নির্দেশ দিয়েছিল তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের দাবি জানান ইসিএলের কর্পোরেট ওয়েলফেয়ার বোর্ডের সদস্য রঞ্জিত মুখোপাধ্যায়। তিনি আরও বলেন যে,””রাষ্ট্রায়ত্ত ইসিএল কর্তৃপক্ষের কাছে আমরা বারংবার আবেদন জানিয়েছি শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য।ইসিএল এই মর্মে পোষ্টার দেয়, মুখে বলে কিন্তু কার্যক্ষেত্র এই যে দেখছেন রানিং কনভেয়ার বেল্টে শ্রমিকদের কাজ করতে বাধ্য করছেন।”” মৃত শ্রমিকের পরিবারের লোকজনদের কয়লাখনিতে এসে কান্নায় ভেঙে পড়েন।খনি শ্রমিক সংগঠনের নেতা এবং কয়লা খনির সমস্ত শ্রমিকদের অভিযোগ অত্যন্ত ঝুঁকি নিয়ে ইসিএল কর্তপক্ষ কাজ করতে বাধ্য করাচ্ছেন।যদিও ইসিএলের পক্ষ থেকে এই বিষয়ে কিছু বলা হয়নি।।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ