কংগ্রেস সেবাদলের ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি সমারোহ উদযাপন

দুর্গাপুর,9 অগাস্ট : ভারতের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন হল ভারত ছাড়ো আন্দোলন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ১৯৪২ সালের ৮ আগষ্ট এই আন্দোলন পরবর্তী অল্প সময়ের মধ্যে ভারতের স্বাধীনতা এনে দিয়েছিল। তাই ভারতবর্ষের ইতিহাসে ভারত ছাড়ো আন্দোলন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ বছর সেই ঐতিহাসিক আন্দোলনের ৮২ বছর হল।

এই উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে হচ্ছে। দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদলের উদ্যোগে এদিন ইস্পাত নগরীর এ জোন এর কণিষ্ক রোড এলাকায় রোটারীতে এক অনুষ্ঠানের মাধ্যমে ভারত ছাড়ো আন্দোলনের বর্ষপূর্তি সমারোহ উদযাপন করা হয়। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ রায়। এদিনের কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবাদলের সভাপতি অমল হালদার, আই এন টি ইউ সি নেতা রানা সরকার, পূর্ণেন্দু পান্ডা, সংগঠনের যুব নেতা সুব্রত ঘোষ, তুষার ঘোষ সহ সংগঠনের অন্যান্য কর্মী ও সদস্যরা।
প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সদস্য তরুণ রায় এখানে তার বক্তব্যে বলেন, কংগ্রেস সর্বদাই অহিংস নীতিতে বিশ্বাসী। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন তার এক আদর্শ উদাহরণ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে চার দশক আগের সেই ভারত ছাড়ো আন্দোলন বিশেষ তাৎপর্য বহন করছে। কংগ্রেসই যে দেশকে নেতৃত্ব দিতে পারে সেটা আজও প্রাসঙ্গিক।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ