এরাজ্যের শাসকদলের লোকসভা নির্বাচনের ২৪ টি আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা ভাইরাল।ঘোষনা কি আজ?

দুর্গাপুর, ১০ মার্চ: আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনগর্জন সভা।সকাল থেকেই ব্রিগেডমুখী জনতা। জোড়া ফুল শিবিরের উৎফুল্ল নেতা কর্মীরা এই জনগণ সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন জানার পাশাপাশি সকলের উৎসাহ প্রার্থী তালিকা ঘোষণা নিয়েও।কে বা কারা হতে চলেছেন এবারের লোকসভা নির্বাচনের শাসকদলের মুখ? কাকে সামনে রেখে লড়াই হবে রাজ্যের বিভিন্ন বিভিন্ন জেলায়। গতকাল সকাল থেকেই রাজ্যের ৪২ টি লোকসভা আসনের মধ্যে ২৪টি লোকসভা আসনের একটি প্রার্থী তালিকা ভাইরাল। আদৌ কি এই তালিকা সঠিক?

১। রাজ চক্রবর্তী – ব্যারাকপুর

২। রচনা ব্যানার্জী – হুগলি

৩। সোনাক্ষী বা শত্রুঘ্ন – আসানসোল

৪। সৌগত রায় – দমদম

৫। সায়নী ঘোষ – যাদবপুর

৬। সুদীপ বন্দোপাধ্যায় – কলকাতা উত্তর

৭। মালা রায় – কলকাতা দক্ষিণ

৮। উত্তম বারিক – কাঁথি

৯। কীর্তি আজাদ – বর্ধমান/দুর্গাপুর

১০। অসীমা পাত্র – আরামবাগ

১১। মহুয়া মৈত্র – কৃষ্ণানগর

১২। অজন্তা বিশ্বাস – মথুরাপুর

১৩। প্রসূন ব্যানার্জী – হাওড়া

১৪। শম্পা ধারা – পূর্ব বর্ধমান

১৫। প্রিয়দর্শিনী হাকিম – বসিরহাট

১৬। প্রসূন ব্যানার্জী – বালুরঘাট

১৭। শান্তনু সিনহা বিশ্বাস – বহরমপুর

১৮। দেব অধিকারী – ঘাটাল

১৯। খালিলুর রহমান/ জাকির হোসেন – জঙ্গিপুর

২০। আবু তাহের/ সৌমিক হোসেন – মুর্শিদাবাদ

২১। অসিত মাল – বোলপুর

২২। শতাব্দী রায় – সিউড়ি

২৩। কুণাল ঘোষ – তমলুক

২৪। উদয়ন গুহ/ রবীন্দ্রনাথ ঘোষ – কোচবিহার

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

নিউজ হান্ট অফিসের ঠিকানা এবং যোগাযোগের বিবরণ