উদ্দাম নৃত্যে মাতলেন এবং মাতালেন কীর্তি আজাদ

বর্ধমান, ২৪ মার্চ: বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদ আজ পূর্ব বর্ধমানের হাট গোবিন্দপুর এলাকায় প্রচারে যান।তার প্রচারের জন্য আড়ম্বরপূর্ণ আয়োজন করেছিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতাকর্মীরা। ধামসা-মাদল নিয়ে আদিবাসী সম্প্রদায়ভুক্ত নরনারীরা যেমন উপস্থিত ছিলেন পাশাপাশি ব্যাঞ্জো বাজিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মেতে ওঠেন প্রচারে। তবে সবাইকে ছাপিয়ে দেখা গেল প্রার্থী কীর্তি আজাদ হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে উদ্দাম নৃত্যে মেতে উঠলেন। তাকে এভাবে নাচতে দেখে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাও কোমর দোলাতে শুরু করেন।

প্রার্থীকে এভাবে প্রচারে নৃত্যরত অবস্থায় দেখে দাঁড়িয়ে পড়েন পথ চলতি মানুষ।ষাট উর্ধ্ব বয়সের কীর্তি আজাদের এমন আনন্দের সাথে নাচ দেখে অনেকেই বলতে থাকেন, “”এখনও উনি কিন্তু দারুণ ফিট । “”পরে এই নাচ প্রসঙ্গে কীর্তি আজা জানান এগুলোই আমাদের সংস্কৃতি। এতে মন মানসিকতা অনেক ভালো থাকে। আমরা ছোটবেলা থেকে এভাবেই বড় হয়েছি। সবার সাথে হইহুল্লোড় আনন্দ করে বেঁচে থাকাটাই জীবন। “”শুধু নাচে মেতে উঠলেন তাই নয়,আদিবাসী নৃত্যশিল্পীদের সাথে কোমর দোলালেন, বাজালেন মাদল। এভাবেই দোল উৎসবের আগে জোড়াফুল প্রার্থী নাচেগানে মেতে উঠে সারলেন প্রচার।।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *