দুর্গাপুর, ১৯ ফেব্রুয়ারি: জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা। আর সেই পরীক্ষায় টেনশনে থাকায় স্বাভাবিক ছাত্র-ছাত্রীদের। দুর্গাপুর দু’নম্বর যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে দুর্গাপুরের বেনাচিতি বিবেকানন্দ বিদ্যাপীঠ এবং হিন্দি ভারতী বিদ্যালয় ও বেনাচিতি হাইস্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে আসে সেরকম ৪১৩ জন ছাত্র-ছাত্রীকে পেন, চকলেট দেওয়ার পাশাপাশি তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। দু’নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু সিং বলেন, “”এই ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ। বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে তাই এই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে শুভেচ্ছা জ্ঞাপন করলাম। ছাত্র-ছাত্রীদের পাশে থাকার অঙ্গীকারে আবদ্ধ আমরা। “”সোমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন। আর এই দিনে ছাত্র-ছাত্রীরা ও আপ্লুত হল যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের এই কর্মসূচিতে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ছাত্র-ছাত্রীরা জানাল, “”দাদা ও দিদিদের কাছ থেকে এই শুভেচ্ছা পেয়ে আমরা অত্যন্ত খুশি। “”