দুর্গাপুর, ২২ সেপ্টেম্বর : দুর্গাপুর মহাকুমার মোট ১৭৫ টি দুর্গা পুজো কমিটিকে নথিভুক্ত করা হয়েছে সরকারি অনুদান প্রাপক হিসেবে। দুর্গাপুজোয় নথিভুক্ত দুর্গাপূজো কমিটি গুলোকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুর্গাপুরের দুর্গাপুজো গুলোকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার প্রাথমিক প্রক্রিয়া শুরু হল। রবিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে ৯ টি পুজো কমিটির হাতে তুলে দেওয়া হল ৮৫ হাজার টাকার এই চেক। রবিবার আনুমানিক দুপুর একটায় দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক এস পূর্ণবালাম এস, পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত সহ বিশিষ্ট আধিকারিকগণ, এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর সাব ডিভিশনের পুজো কমিটি গুলো।আর জি কর হাসপাতালের তিলোত্তমার নারকীয় ধর্ষণ ও খুনের ঘটনার পর সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন পুজো কমিটি সরকারি এই আর্থিক অনুদানকে ফেরত দেবে? এ নিয়ে বহু বিতর্কের ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। তবে দুর্গাপুর মহকুমা এখনো পর্যন্ত কোন পুজো কমিটি আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারি অনুদান ফেরত দেবেন এমনটা জানা যায়নি। আগামীকাল থেকেই বিভিন্ন থানা থেকে সেই সমস্ত থানা এলাকার পূজো কমিটিগুলির হাতে চেক তুলে দেওয়া হবে বলেও জানা গেছে সুত্র মারফত।।