আবহাওয়া খারাপের জেরে মুখ্যমন্ত্রী সড়কপথে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন

দুর্গাপুর, ৭ এপ্রিল : আবহাওয়া খারাপ থাকায়, রবিবার সকাল থেকে মেঘলা আকাশ তাই আকাশ পথ ছেড়ে সড়ক পথেই নির্বাচনী প্রচারের জন্য পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেন। দুর্গাপুরের সিটি সেন্টারের বেসরকারি হোটেল থেকে রবিবার বেলা এগারোটা চল্লিশ নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সড়ক পথ ধরেই পুরুলিয়ায় রওনা দেন। মুখ্যমন্ত্রী যাওয়ার পথেই তৃণমূল কর্মীদের স্লোগান দিতেও দেখা যায়।

উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর এর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, মন্ত্রী মলয় ঘটক সহ জেলা তৃণমূল নেতৃত্বরা। সূত্রের খবর, পুরুলিয়ায় জনসভা শেষ করে তিনি আবার দুর্গাপুরেই ফিরে আসবেন। সোমবার দুর্গাপুর থেকেই বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন বলেও জানা গিয়েছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সকালে হোটেল থেকে বেরোনোর সময় সেই রাস্তার দু’পাশে অগণিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা দলনেত্রীকে দুর্গাপুরে স্বাগত জানাতে তৈরি ছিলেন। সমবেতভাবে আওয়াজ ওঠে “”মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ “”।সভ্য সমর্থকদের উদ্দেশ্যে হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানান জোড়া ফুল শিবিরের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *