দুর্গাপুর, ১৫ জুলাই : আজ উল্টোরথ। দীর্ঘ না দিন মাসির বাড়িতে কাটানোর পর আজ জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী আবার নিজে গৃহে ফিরে যাবেন। জগন্নাথ পুরীতে আজ উৎসবের ঘনঘটা। তার পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে এবং তার সঙ্গে সঙ্গে এই রাজ্যের দুর্গাপুরে উল্টোরথ কে ঘিরে সাজো সাজো রব।দুর্গাপুরের এ-জোন নেতাজি সুভাষ রোডের ইসকন মন্দির থেকে স্টিল টাউনশিপের এ-জোন আকবর রোড ময়দানে অস্থায়ী মাসির বাড়িতে ন’দিন কাটালেন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা। আকবর রোডে সুসজ্জিত মণ্ডপে হাজার হাজার মানুষের ভিড় ছিল এই কয়েকদিন। ভক্ত বৃন্দদের প্রতিদিন ইসকনের পক্ষ থেকে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আজ উল্টোরথ দুর্গাপুর ইসকনের সেবাইত ঔদার্য দাসের কথায়, “”প্রাচীন রীতি অনুযায়ী উল্টো রথের দিনে জগন্নাথ পুরীতে জগন্নাথ দেবকে আলিঙ্গন করার সুযোগ থাকে। শুধুমাত্র এই দিনেই যোগমায়া রুপি সুভদ্রা দেবী, বল ভদ্র এবং জগতের নাথ জগন্নাথ দেবকে ভক্তবৃন্দরা আলিঙ্গন করার সুযোগ পেয়ে থাকেন। দুর্গাপুরের ইসকনের পক্ষ থেকেও সকাল ন’টা থেকে এই আলিঙ্গন পর্ব চলছে। দুপুরের পর জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে নিয়ে রথ যাবে মন্দিরে। সকাল থেকেই ভক্তবৃন্দদের ঢল নেমেছে এই আলিঙ্গনের জন্য। “”দুর্গাপুরের আকবর রোড ময়দান ছাড়াও ফিল্ড টাউনশিপ এর চিত্রালয় রাজীব গান্ধী স্মৃতি ময়দানেও রথযাত্রায় জগন্নাথদেব কে আলিঙ্গনের উদ্দেশ্যে ভক্তবৃন্দদের ভিড় ছিল।

দুর্গাপুরের আমরাই গ্রামের ইন্দ্রপ্রস্থ আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের মন্দির ও সেবাশ্রম সংঘের রথযাত্রায় মাসির বাড়ি পূর্বাচল আবাসনে জগন্নাথদেবকে আলিঙ্গনের জন্য ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। এই একদিন শুধুমাত্র জগন্নাথ দেবকে আলিঙ্গন করে ভক্তবৃন্দরা নিজেদের মনোবাসনার কথা বলে থাকেন ভগবানের কাছে। আবার অপেক্ষায় একটি বছরের।