দুর্গাপুর,১ ফেব্রুয়ারি:ঘুরছে প্যাডেল। এগিয়ে চলছে সাইকেল। সেই সাইকেলের হ্যান্ডেলে রাধা সরু পাইপে উড়ছে জাতীয় পতাকা। সেই সাইকেলে চেপে বিশ্বশান্তি কামনায় মহাকুম্ভের উদ্দেশ্যে পাড়ি দিলেন দুর্গাপুরের শ্যামাপদ শর্মা। দুর্গাপুরের কুড়ুরিয়ার শ্যামাপদ শর্মা সাইকেল নিয়ে পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে কখনো কাশ্মীর, কখনো লাদাখ কখনো আবার উত্তর ভারতে গিয়েছেন। এবার তার লক্ষ্য মহাকুম্ভে গিয়ে বিশ্ব শান্তি কামনা। তিনি মানুষকে গাছ লাগানোর বার্তা দেবেন। মানুষকে বলবেন পরিবেশ বাঁচাতে কি কি করনীয়। আর দেশ-বিদেশে ঘটে চলেছে নানান অসামাজিক কাজ। মৃত্যুর মুখেও পড়তে হচ্ছে বহু মানুষকে। সেইসব যাতে বন্ধ হয় সেই কামনাও করবেন তিনি। শনিবার সকালে বাড়ি থেকেই তিনি রওনা দিলেন প্রয়াগরাজের উদ্দেশ্যে। শ্যামাপদ শর্মাকে চন্দনের ফোঁটা দিয়ে সফলতা কামনা করলেন স্ত্রী ও ছেলে মেয়ে।

শ্যামাপদ শর্মা বলেন,”এই ২০০৬ সাল থেকে আমি এই পথ বেছে নিয়েছি। আমি পেশায় ঘুগনি বিক্রেতা। ওখান থেকে যেটুকু আই হয় তার মধ্যে কিছুটা করে জমিয়ে রাখি। সেই অর্থ দেশের স্বার্থে কাজে লাগায়। আমার একটাই লক্ষ্য পরিবেশকে বাঁচানো আর বিশ্বের শান্তি কামনা। সেই বার্তা নিয়ে এবারেও বেরিয়ে পড়লাম মহাকুম্ভের উদ্দেশ্যে। ৬৩৩ কিলোমিটারের পথ পাড়ি দিতে সময় লাগবে চার দিন। এখানে গিয়ে আমি পুণ্যার্থীদের দেবো সচেতনতার বার্তা।”শ্যামাপদ বাবুর স্ত্রী অসীমা শর্মা বলেন,”আমরা কষ্ট করে থাকি আর কষ্টের মধ্যেই আনন্দ খুঁজে পাই। আমার স্বামী যে কাজ করেন তাতে আমি নিজেকে গর্বিত বলে মনে করি।”