দুর্গাপুর, ২৭ জুন: অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর মৃতদেহ উদ্ধার তারই নির্মিয়মান বাড়ির ছাদ থেকে। চাঞ্চল্য দুর্গাপুর ফরিদপুর ব্লকের কালিপুরে। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীকে গুলি করে খুন করা হয়েছে অনুমান পরিবারের। মাথার পিছনে গভীর ক্ষত দেখেই অনুমান তাদের। মৃত অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর নাম পূর্ণচন্দ্র ঘোষ (৬২)।
বুধবার সন্ধ্যেয় পূর্ণচন্দ্র ঘোষ কালিপুর গ্রামে নিজের নির্মিয়মান বাড়ির ছাদে জল দিতে উঠেছিলেন।
অনেকক্ষণ হয়ে গেলেও ছাদ থেকে না নামায় বাড়ির লোকজন ছাদে উঠে দেখেন পূর্ণ বাবুর নিথর দেহ পড়ে রয়েছে ছাদের ওপর। মাথার পেছনে আঘাতের চিহ্ন স্পষ্ট। তা দেখেই প্রাথমিক অনুমান গুলি করা হয়েছে তাকে। বাড়ির লোকজন দেখা মাত্রই পূর্ণচন্দ্র ঘোষকে দুর্গাপুর ফরিদপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের দাবি মৃতের মোবাইল, গলার সোনার চেন, আংটি ও পার্টসের টাকা পয়সা গায়েব।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। কি কারণে এই ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার সন্ধ্যেয় নির্মিয়মান বাড়ির সামনের মাঠে বসে থাকা কিছু ব্যাক্তি পটকা ফাটার একটা আওয়াজ পেয়েছিলেন বলে জানা গেছে, সেটাই যে গুলির শব্দ সেটা বুঝতে পাননি কেউই।
মৃতদেহ ময়নাতদন্তর জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে । ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।