দুর্গাপুর, ১৫ মার্চ: ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে প্লাস্টিক ঢাকা মৃতদেহ! গলায় রয়েছে শ্বাসরোধের চিহ্ন। তবে কি খুন করেই ফেলা হলো জাতীয় সড়কের ধারে? যুবতীর মৃতদেহ উদ্ধারে দানা বাঁধলো রহস্য। শুক্রবার সকালে জাতীয় সড়কের পাশে মৃতদেহ পড়ে রয়েছে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসেই প্লাস্টিক সরিয়ে দেখেন পড়ে রয়েছে অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ। গলায় রয়েছে শ্বাসরোধের চিহ্ন। খুন করে ফেলা হয়েছে বলেও অনুমান পুলিশের। ব্যাপক চাঞ্চল্য বুদবুদের কোটা মোড় সংলগ্ন এলাকায়। বুদবুদ থানার পুলিশ এবং কাঁকসা এসিপি সুমন কুমার জয়সওয়াল পৌঁছে যান ঘটনাস্থলে।
এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল বলেন,”মৃত যুবতীর বয়স আনুমানিক ২৮ থেকে ৩০। গলায় শ্বাস রোধের চিহ্নও রয়েছে। বাইরে থেকে খুন করে জাতীয় সড়কের ধারে ফেলা হতে পারে অথবা এই মৃত্যুর পিছনে অন্য কোন কারণ থাকতে পারে বলেও জানান। মৃত যুবতীর পরিচয়ের সন্ধান পেতে চালানো হচ্ছে তদন্ত। মৃতদেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতলে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান তিনি।” তবে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এলাকা এলাকায় চলছে নাকা চেকিং। কেন্দ্রীয় বাহিনীর টহলদারিও চলছে জেলার কোনায় কোনায়। তারপরেও কিভাবে এই মৃতদেহ এলো জাতীয় সড়কের ধারে সেই নিয়ে উঠছে বিস্তর প্রশ্ন।