অন্ডাল বিমানবন্দরে নেমেই দলনেত্রীর জেলা সভাপতিকে প্রশ্ন,””নরেন সবাই এসেছে তো? “”

দুর্গাপুর, ১৭ ফেব্রুয়ারী : অন্ডাল বিমানবন্দরে বিমানে নামার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে প্রশ্ন, “”নরেন সবাই এসেছে তো? “”জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর সেই সময় বিমানবন্দরে উপস্থিত তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার অন্যতম নেতা ভি,শিবদাসন দাশু সহ উপস্থিত অন্যান্যরা দাঁড়িয়ে আছেন তা মুখ্যমন্ত্রীকে দেখান। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে সেই সময় দেখা যায় দাঁড়িয়ে থাকা ভি, শিবদাসন দাশুকে বলেন,”” দাশু তোমাকে কি করতে হবে তা আমি ফোন করে বলে দেব।তোমাকেই করতে হবে।”” যদিও তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার অন্যান্য নেতৃত্বরা হাজির থাকলেও বিধানসভার অধিবেশন সেরে ফেরার সময় ১৯ নম্বর জাতীয় সড়কে যানযটে আটকে যাওয়ার কারণে মুখ্যমন্ত্রী আসার আগে অন্ডাল বিমানবন্দরে পৌঁছাতে পারেননি আড্ডার চেয়ারম্যান তথা রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এবং আসানসোলের মেয়র তথা বারাবনির তৃণমূল বিধায়ক বিধান উপাধ্যায়।পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল নেতৃত্বের সাথে কয়েকদিন আগে কলকাতায় বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পশ্চিম বর্ধমান জেলায় একদিকে যখন মন্ত্রী মলয় ঘটক শিবির ঠিক তখন আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে তাপস বন্দ্যোপাধ্যায, বিধান উপাধ্যায়, ভি,শিবদাসন দাশুরা বলে দলের অন্দরমহলেও আজ তার প্রভাব পড়েছে বলে পশ্চিম বর্ধমান জেলার সংগঠনকে শক্ত করতেই মন্ত্রী অরূপ বিশ্বাস কে বাড়তি দায়িত্ব দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জেলার তৃণমূল নেতৃত্ব কে নিয়ে কোর কমিটি গড়ার নির্দেশও দিয়েছেন দলনেত্রী। বীরভূম সফরের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার কলকাতার দমদম বিমানবন্দর থেকে বিশেষ বিমানে দুর্গাপুরের অন্ডালে বেসরকারি বিমানবন্দরে আসেন শনিবার রাত্রি ৮ টা ১৫ মিনিটে।অন্ডাল থেকে সড়কপথে মুখ্যমন্ত্রী রওনা দেন বীরভূম জেলার বোলপুরের উদ্দেশ্যে। সেখানেই রাত্রি বাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ডাল বিমানবন্দরে বিশেষ বিবানে নামার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখা যায় হাসিমুখে বিমানবন্দরের বাইরে আসতে।সেই সময় তার সঙ্গে দেখা যায় মন্ত্রী মলয় ঘটক এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিমানবন্দরের ভেতরেই দেখা যায় তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির নেতা তথা পশ্চিম বর্ধমান জেলার অন্যতম তৃণমূল নেতা ভি,শিবদাসন দাশুকে,দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়, জেলার মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী,আসানসোলের ডেপুটি মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটককে।বিমানবন্দরের বাইরে নির্দিষ্ট স্থানে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী হাতে পতাকা নিয়ে তখন মুখ্যমন্ত্রীর নামে জয়ধ্বনি দিতে শুরু করেন। মুখ্যমন্ত্রীকে বেশ হাসিমুখেই দেখা যায় অন্ডাল বিমানবন্দর থেকে বেরোনোর সময়। মুখ্যমন্ত্রীর অন্ডাল বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে বীরভূম যাওয়ার জন্য অন্ডাল বিমানবন্দর সহ ১৯ নম্বর জাতীয় সড়ক এবং পানাগড় -মোড়গ্রাম রাজ্য সড়কে কড়া পুলিশি পাহারা লক্ষ্য করা যায় শনিবার। অন্ডাল বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে কিছু প্রশ্ন করার উদ্দেশ্যে ডাকলেও মুখ্যমন্ত্রী তা এড়িয়ে যান। যদিও মুখ্যমন্ত্রী নির্ধারিত সময়ের থেকে বহু দেরিতে অন্ডাল বিমানবন্দরে নামেন । তাই তিনি অন্ডাল বিমানবন্দরে আর সময় নষ্ট করেননি। সোজা বীরভূমের বোলপুরের উদ্দেশ্যে পাড়ি দেন তিনি।।

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *