১৪ ফেব্রুয়ারী : অন্ডাল থানার অন্তর্গত কাজোড়া গ্রামে একটি মন্দিরের দান পাত্র ভেঙ্গে চুরি প্রায় এক বছরের জমা ৯০ থেকে ১ লক্ষ টাকা। চুরির ঘটনার তদন্তে নামে অন্ডাল থানার পুলিশ। অন্ডাল থানার অন্তর্গত কাজোড়া বাজার এলাকায় কালাগ্নি মন্দিরের দুটি দানপাত্র ভেঙ্গে মঙ্গলবার গভীর রাতে আনুমানিক প্রায় এক লক্ষ টাকার মতো চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ালো। বুধবার সকালে ওই মন্দিরে পুজো দিতে এসে এলাকার বাসিন্দারা দেখেন ধান পাত্র দুটির তালা ভাঙ্গা রয়েছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় অন্ডাল থানার পুলিশকে। খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ এসে জমায়েত হন ওই মন্দিরে। মন্দিরের পুরোহিত নভোকিশোর ঠাকুর জানান, “”মন্দিরের দানপত্রে যে টাকা জমা হতো সেই টাকা দিয়েই আমাদের বছরের যে গাজন উৎসব সেই উৎসব পরিচালিত হত।এরকম ঘটনা কোনদিন ঘটেনি। আমরা চাইছি প্রশাসনের আরো কড়া নজরদারি এই এলাকায়। “”ঘটনার পর অন্ডাল থানার পুলিশ তদন্তে নামে। উৎসবের দিনে কাজোড়া বাজার এলাকায় এই চুরির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়াই এলাকায়।